বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিভিন্ন স্থানে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এছাড়া হাফেজদের কোরআন খতম ও শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়।
উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি জানান, সিরাজগঞ্জের উল্লাপাড়ায় শনিবার বিকালে বড়হর ইউনিয়নের বোয়ালিয়া হাইস্কুল মাঠ প্রাঙ্গণে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আব্দুস সোবহান ফকিরের সভাপতিত্বে এবং আনিছুর রহমান বাবুর সঞ্চালনায় দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য এম আকবর আলী। বিশেষ অতিথি ছিলেন মিসেস লায়ন মোমেনা আলী, হেলাল সরকার, আজিজুর রহমান মানু, আব্দুস ছালাম, মিজানুর রহমান বাবু, আলাল হোসেন জিন্নাহ, আশরাফুল ইসলাম মিন্টু, মতিয়ার রহমান, নিয়ামুল হাকিম সাজু, জিয়াউর রহমান জিয়া, আবু হাসান অভি, এরশাদ বিন মজিদ, নুরে আলম ও সাখায়াত হোসেন সাবু, গোলাম হোসেন আতিকুর রহমান হেলাল প্রমুখ।
শিবালয় (মানিকগঞ্জ) প্রতিনিধি জানান, খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় শিবালয়ের মহাদেবপুর ইউনিয়ন সরকারি ডিগ্রি কলেজ অডিটোরিয়ামে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য প্রার্থী আবুল কালাম আজাদ এ দোয়ার মাহফিলের আয়োজন করেন। এতে অংশ নেন সত্যেন কান্ত পণ্ডিত ভজন, তোজাম্মেল হক তোজা, সোহেল রানা, নাসির উদ্দিন ।
ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি জানান, পাবনার ভাঙ্গুড়ায় বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাতে পৌরসভার উত্তর সারুটিয়া বালুচর মাঠে পৌর ছাত্রদল এর আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন পৌর ছাত্রদলের আহ্বায়ক রাসেল রানা পিন্টু। দোয়া মাহফিল পরিচালনা করেন হাফেজ মাওলানা আবদুল্লাহ। বক্তব্য দেন, জাকির হোসেন, আশরাফুল আলম স্বপন, শহিদুল ইসলাম, শাহিনুর রহমান শাহীন, হুমায়ুন আহমেদ মুন প্রমুখ।
দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি জানান, বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকালে আলহেরা মাধ্যমিক বিদ্যালয় মাঠে আহম্মদ আলীর সভাপতিত্বে দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন থানা বিএনপির সভাপতি খাজা আবুল হাসনাত, বিশেষ অতিথি ছিলেন খায়রুল ইসলাম যুদ্ধ, মুহিত জোয়াদ্দার, শফিউল্লাহ আজিবর রহমান, আব্দুর রশিদ, হাবিবুর রহমান, মহব্বত আলী, শরিফুল ইসলাম, ফরজ আলী, রফিকুল ইসলাম, আসহাবুল হক, আব্দুর রহিম বাদশা, খলিলুর রহমান।
টঙ্গীবাড়ী (মুন্সীগঞ্জ) প্রতিনিধি জানান, মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার কামারখাড়ায় খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় শনিবার কোরআন খতম, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি ছিলেন—বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ। বিশেষ অতিথি ছিলেন—আলহাজ আলী আজগর রিপন মল্লিক, মাহফিলে সভাপতিত্ব করেন মো. শহিদুল সিকদার।
নোয়াখালী প্রতিনিধি জানান, নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরজুবিলী রব্বানিয়া ফাজিল মাদরাসা মাঠে শনিবার বিকালে খালেদা জিয়ার সুস্থতা ও রোগমুক্তি কামনায় এক বিশাল দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে অংশ নেন কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান । অ্যাডভোকেট এবিএম জাকারিয়ার সভাপতিত্বে বক্তব্য দেন, অ্যাডভোকেট আবদুর রহমান, এনায়েত উল্ল্যাহ বাবুল, জামাল উদ্দিন গাজী, বেলাল হোসেন সুমন, আজগর উদ্দিন দুখু, নুরুল হুদা। মোনাজাত পরিচালনা করেন মাওলানা রুহুল আমীন।
কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি জানান, গাজীপুরের কাপাসিয়ায় খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বিএনপির প্রয়াত নেতা ব্রিগেডিয়ার হান্নান শাহ্ স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে শনিবার বিকালে উপজেলার গিয়াসপুর উচ্চবিদ্যালয় মাঠে এলাকার নিম্মআয়ের সহস্রাধিক নারী-পুরুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।
বীর মুক্তিযোদ্ধা আলহাজ খন্দকার আজিজুর রহমান পেরার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন শাহ রিয়াজুল হান্নান। উদ্বোধন করেন বিশিষ্ট ব্যবসায়ী ফ ম মমতাজ উদ্দীন রেনু। বক্তব্য দেন আফজাল হোসাইন, মাওলানা কফিল উদ্দিন, আবুল কাশেম মাস্টার প্রমুখ।
পোরশা (নওগাঁ) প্রতিনিধি জানান, বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনা করে নওগাঁর পোরশায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকালে উপজেলার সারাইগাছী স্কুল মাঠে পোরশা, সাপাহার ও নিয়ামতপুর উপজেলা বিএনপির আয়োজনে দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন নওগাঁ-১ আসনের সাবেক সাংসদ ও নিয়ামতপুর উপজেলা বিএনপির সভাপতি ডা. ছালেক চৌধুরী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন পোরশা উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি তৌফিকুর রহমান শাহ্ চৌধুরী. সাধারন সম্পাদক মাসুদ রানা, সাবেক সাংগঠনিক সম্পাদক আজাহার আলী, সাপাহার উপজেলা বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী বেনু। সিনিয়র সহসভাপতি আব্দুর রহিম, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আনসারী। দোয়া মাহফিলে পোরশা, সাপাহার ও নিয়ামতপুর উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতা কর্মী ও সমর্থকগণ অংশগ্রহণ করেন।
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি জানান, গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌর শহরের খানাবাড়ি মদিনাতুল উলুম ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানায় সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার সন্ধ্যা ৭টার দিকে অনুষ্ঠিত এ দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের বিএনপি মনোনীত এমপি প্রার্থী সাবেক এমপি মোহাম্মদ শামীম কায়সার লিংকন প্রমুখ।
ভোলা প্রতিনিধি জানান, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা ভোলায় দোয়া অনুষ্ঠিত হয়েছে। রোববার ভোলা সদর উপজেলার চর সামাইয়া শান্তির হাট বাজারে এ দোয়া অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন, ভোলা জেলা বিএনপির আহ্বায়ক ও ভোলা-১ আসনের বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ্ব গোলাম নবী আলমগীর।
চরসামাইয়া ইউনিয়ন বিএনপির সভাপতি সামছুউদ্দিন মাতাব্বরের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে গোলাম নবী আলমগীর বলেন, শেখ হাসিনার সময়ে খালেদা জিয়া সঠিক চিকিৎসা পেলে আজ তিনি এতটা অসুস্থ্য হতেন না। বিনা চিকিৎসায় তিনবারের সাবেক প্রধানমন্ত্রী কে কারাগারে রেখেছে আওয়ামীলীগ সরকার। সেখান থেকেই সঠিক চিকিৎসা না পাওয়াতে আজ আমাদের নেত্রী, বেগম খালেদা জিয়া কঠিন অসুস্থ্য হয়ে পড়েছেন।
দোয়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা বিএনপি'র যুগ্ম আহ্বায়ক শফিউর রহমান কিরণ, হুমায়ুন কবির সোপান, তরিকুল ইসলাম কায়েদ, জিয়া পরিষদের আহ্বায়ক নুরনবী তালুকদার, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মনির হোসেন, চরসামাইয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মুসা কালিমুল্লাহ্, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক আবদুল লতিফ টিটু, শ্রমিক দলের উপজেলা সদস্য সচিব বিপ্লব প্রমুখ। দোয়া মুনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা মো. আবদুল্লাহ।
গোয়ালন্দ (রাজবাড়ী) জানান, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা ও পৌর শাখার উদ্যোগে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার বাদ আছর হইতে সন্ধ্যা পর্যন্ত উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে গোয়ালন্দ উপজেলা ও পৌর কৃষক দলের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা কৃষক দলের আহ্বায়ক মো. আইয়ুবুর রহমান আইয়ুব, গোয়ালন্দ উপজেলা বিএনপির সাবেক সভাপতি সুলতান নূর ইসলাম মুন্নু মোল্লা, সাবেক সাধারণ সম্পাদক মো. নাজিরুল ইসলাম তিতাস, উপজেলা কৃষক দলের প্রস্তাবিত সভাপতি মো. আবু বক্কর সিদ্দিক, প্রস্তাবিত সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম, পৌর বিএনপির প্রচার সম্পাদক মো. সেলিম, কৃষক দল নেতা হারুন, আব্বাসসহ শতাধিক নেতাকর্মী। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ মো. আরাফাত রহমান।

