আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

আরকান আর্মির হাতে আটক ৬ জেলেকে ফেরত আনলো বিজিবি

স্টাফ রিপোর্টার
আরকান আর্মির হাতে আটক ৬  জেলেকে ফেরত আনলো বিজিবি

নাফ নদীতে মাছ ধরতে গিয়ে আরাকান আর্মির হাতে আটক ৬ বাংলাদেশি জেলেকে ফেরত আনলো বিজিবি। শনিবার দুপুরে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তের বাংলাদেশ-মায়ানমার ফ্রেন্ডশিপ ব্রিজ এলাকা দিয়ে ৬ বাংলাদেশি জেলেকে বিজিবির নিকট হস্তান্তর করে।

বিজ্ঞাপন

ফেরত আসা জেলেরা হলো- টেকনাফের বাসিন্দা মো. সোহেল (১৮), মো. ইসমাইল (৪০), মো. জসিম (১৯), মো. হোসেন আলী (১৪), মো. শফিক (৩৩) ও মো. শাহীন (১২)।

বিজিবি জানায়, ১ মার্চ বিকেলে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এর দায়িত্বপূর্ণ এলাকার বিআরএম-৬ হতে আনুমানিক ৭০০ গজ মায়ামারের অভ্যন্তরে নাফ নদীতে মাছ ধরার সময় একটি হস্তচালিত নৌকা ও একটি ইঞ্জিনচালিত নৌকাসহ ৫ বাংলাদেশী জেলে ভূলক্রমে সীমান্ত অতিক্রম করে মায়ানমার জলসীমায় ঢুকে পড়ে। এসময় মায়ানমার আরাকান আর্মির সদস্যরা নৌকা দুটিসহ উক্ত জেলেদেরকে ধরে নিয়ে যায়। এছাড়াও গত ২৫ মার্চ তারিখে নাফ নদীতে মাছ ধরার সময় আরও একজন বাংলাদেশী জেলেকে ধরে নিয়ে যায় আরাকান আর্মি।

পরবর্তীতে আটক জেলেদেরকে ফিরিয়ে আনতে বিজিবি’র হস্তক্ষেপ কামনা করা হলে বিজিবির কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) আরাকান আর্মির সাথে কার্যকরী যোগাযোগ স্থাপন করে। দীর্ঘ মধ্যস্থতার পর শনিবার দুপুরে আটক জেলেদের ফিরিয়ে আনা সম্ভব হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন