আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

পটিয়ায় রাষ্ট্রবিরোধী কার্যক্রমে সম্পৃক্ততা: কৃষক লীগ ও আ.লীগের ২ নেতা গ্রেপ্তার

উপজেলা প্রতিনিধি, পটিয়া (চট্টগ্রাম)

পটিয়ায় রাষ্ট্রবিরোধী কার্যক্রমে সম্পৃক্ততা: কৃষক লীগ ও আ.লীগের ২ নেতা গ্রেপ্তার

চট্টগ্রামের পটিয়ায় রাষ্ট্রবিরোধী কার্যক্রমের সাথে সম্পৃক্ত থাকায় কৃষক লীগ ও আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার দুপুরে কৃষক লীগ নেতা নুরুল আব্বাস খাঁন (৩২) এবং শনিবার রাতে আওয়ামী লীগ নেতা রতন চক্রবর্তীকে (৬২) অভিযান চালিয়ে গ্রেপ্তার করে পটিয়া থানা পুলিশ।

তাদের একজনকে সন্ত্রাসবিরোধী আইন ও অন্যজনকে বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।

বিজ্ঞাপন

পুলিশ জানায়, রোববার দুপুরে পটিয়া উপজেলার কোলাগাঁও ইউনিয়নের কালারপোল এলাকা থেকে বড়লিয়া ইউনিয়ন কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক নুরুল আব্বাস খাঁনকে গ্রেপ্তার করা হয়। আব্বাস বড়লিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মৃত বাদশা মিয়ার ছেলে।

অন্যদিকে, শনিবার রাতে চলমান “ডেভিল হান্ট ফেজ-২” বিশেষ অভিযানের অংশ হিসেবে পটিয়ার কেলিশহর ইউনিয়ন পরিষদ এলাকা থেকে আওয়ামী লীগ নেতা রতন চক্রবর্তীকে গ্রেপ্তার করা হয়। তিনি কেলিশহর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মৃত দুর্গাপদ চক্রবর্তীর ছেলে। দুজনই রাষ্ট্রবিরোধী কার্যক্রমের সাথে সম্পৃক্ত বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রমাণ মিলেছে বলে পুলিশ জানিয়েছে।

পটিয়া থানার ওসি (তদন্ত) যুযুৎসু যশ চাকমা জানান, সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় নুরুল আব্বাসকে এবং বিস্ফোরক দ্রব্য আইনের অন্য একটি মামলায় রতন চক্রবর্তীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিদের রোববার সংশ্লিষ্ট মামলায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর

খুঁজুন