আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, শাশুড়ি আটক

উপজেলা প্রতিনিধি, (লালপুর) নাটোর
গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, শাশুড়ি আটক

নাটোরের লালপুরে নিলা বেগম নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় শাশুড়িকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (৩১ জুলাই) সন্ধ্যায় উপজেলার নান্দ-রায়পুর গ্রামে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিলা বেগম (২৫) ওই গ্রামের মোজাফফর হোসেনের (৩২) স্ত্রী। নিলা বেগম ময়না গ্রামের নেফাজ আলী সরকারের কন্যা। তার ৪ বছর বয়সী একটি পুত্রসন্তান রয়েছে।

গৃহবধূর পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা যায়, সন্ধ্যায় নিজ শয়নকক্ষে একাই ছিলেন নিলা বেগম। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শাশুড়ি ঘরে গিয়ে তার ঝুলন্ত লাশ দেখতে পায়। এ সময় তার চিৎকারে এলাকাবাসী এগিয়ে এসে পুলিশে খবর দেয়। লালপুর থানা ও ওয়ালিয়া ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে এসে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেন।

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিলা বেগমের শাশুড়ি মর্জিনা বেগমকে (৫০) আটক করে পুলিশ। ঘটনার পর নিহতের স্বামী মোজাফফর হোসেন ও শ্বশুর খোশবার হোসেন পলাতক রয়েছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মমিনুজ্জামান জানান, খবর পেয়েই লালপুর থানা ও ওয়ালিয়া পুলিশ ফাঁড়ির একটি টিম গিয়ে লাশ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হবে। জিজ্ঞাসাবাদের জন্য শাশুড়িকে আটক করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন