ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে রাজধানীর বিজয়নগরে গুলি করা হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় তাকে গুলি করা হয়।
এরপর হামলাকারীদের বিচারের দাবিতে উত্তাল হয়ে ওঠে সারা দেশ। বিভিন্ন জায়গায় বিক্ষোভ মিছিলের পাশাপাশি সড়ক অবরোধ করা হয়েছে। তার সুস্থতা কামনায় দোয়া কর্মসূচিও পালিত হয়েছে। এসব কর্মসূচি থেকে হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় নিয়ে আসার আহ্বান জানানো হয়।
রাজধানীতে জামায়াতের বিক্ষোভ মিছিল
ওসমান হাদির ওপর গুলিবর্ষণের প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে জামায়াতে ইসলামী। গতকাল রাতে বায়তুল মোকাররম মসজিদ এলাকায় দলের ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে এই বিক্ষোভ মিছিল করা হয়।
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল বিক্ষোভ মিছিলে বলেন, ওসমান হাদির ওপর গুলিবর্ষণ নির্বাচন বানচালের চক্রান্তের অংশ। এই হামলা গণতন্ত্রের অভিযাত্রাকে বাধাগ্রস্ত করা ছাড়া অন্য কিছু নয়। হাদিকে হত্যার উদ্দেশ্যে সংঘটিত হামলা হচ্ছে জুলাই যোদ্ধাদের ভয়ভীতি দেখানো।
তিনি দুঃখ প্রকাশ করে বলেন, প্রধান উপদেষ্টা গলা ফুলিয়ে কথা বলেন, সিইসি গলা ফুলিয়ে কথা বলেন, কিন্তু ওসমান হাদির মতো একজন নেতার যদি নিরাপত্তা না থাকে তাহলে সাধারণ জনগণের নিরাপত্তার অবস্থা কী সেটি বলার অপেক্ষা রাখে না।
সন্ত্রাসীদের দমনে এবং অবৈধ অস্ত্র উদ্ধারে চিরুনি অভিযান পরিচালনার আহ্বান জানিয়ে নূরুল ইসলাম বুলবুল বলেন, ওসমান হাদিদের নেতৃত্বে যেই নতুন বাংলাদেশ জাতি পেয়েছে সেই নতুন বাংলাদেশে সন্ত্রাসের রাজত্ব চলতে দেওয়া যায় না। সরকার যদি সন্ত্রাসীদের দমন করতে না পারে তবে মানুষ আবারও অভ্যুত্থান ঘটাবে। ওসমান হাদিকে কেন হত্যা করতে হবে, কারা হত্যা করবে এটি জনগণ বুঝে। ২৪ ঘণ্টার মধ্যে ওসমান হাদির ওপর হামলাকারীদের গ্রেপ্তার করতে না পারলে জনগণ রাজপথে নেমে আসতে বাধ্য হবে।
ছাত্রদলের বিক্ষোভ
ইনকিলাব মঞ্চের মুখপাত্র হাদির ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে এবং হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল। গতকাল রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মিছিল শুরু হয়ে শেষ হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের সামনে গিয়ে।
মিছিলে নেতৃত্ব দেন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির।
নেতারা বলেন, হাদির ওপর গুলিবর্ষণ গণতান্ত্রিক পরিবেশ নষ্ট করার গভীর ষড়যন্ত্রের অংশ। তারা অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এছাড়া দ্রুত হত্যাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রাজধানীর জাতীয় প্রেস ক্লাব, চট্টগ্রাম, দিনাজপুর, গাইবান্ধাসহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী ছাত্রশিবির। এ সময় তারা দ্রুত আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত করে জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানায়।
গণঅধিকার পরিষদের মিছিল
হাদির ওপর হামলার প্রতিবাদ এবং নিরাপদ বাংলাদেশের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে গণঅধিকার পরিষদ। গতকাল মিছিলটি দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে পল্টন ঘুরে আবার কার্যালয়ে গিয়ে শেষ হয়। এছাড়া বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ বিকালে ঢাকা মেডিকেল কলেজের সামনে বিক্ষোভ মিছিল করে।
হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার দাবি ঢাবির সাদা দলের
জুলাইযোদ্ধা হাদির ওপর গুলিবর্ষণের তীব্র নিন্দা জানিয়ে ক্ষোভ প্রকাশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাসী শিক্ষকদের সংগঠন সাদা দল। হামলাকারীদের চিহ্নিত করে দ্রুত গ্রেপ্তার করার দাবি জানিয়েছে সংগঠনটি।
গতকাল সাদা দলের আহ্বায়ক অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান এবং যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ড. আব্দুস সালাম ও অধ্যাপক ড. আবুল কালাম সরকার স্বাক্ষরিত এক বিবৃতিতে দাবি জানান তারা।
উত্তাল চট্টগ্রাম
ইনকিলাব মঞ্চের হাদির ওপর হামলার প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। গতকাল সন্ধ্যায় নগরের বিপ্লব উদ্যানে বীর চট্টলার ছাত্র-জনতার ব্যানারে এই মিছিল হয়। এতে কয়েক হাজার মানুষ অংশ নেন। এ সময় তারা হামলায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।
সিলেটে বিক্ষোভ মিছিল
ইনকিলাব মঞ্চের মুখপাত্রকে গুলি করে হত্যাচেষ্টার প্রতিবাদে সিলেটে বিক্ষোভ মিছিল করেছে এনসিপি। গতকাল দলের জেলা ও মহানগর শাখার উদ্যোগ বাদ আসর নগরের চৌহাট্টায় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এই কর্মসূচি পালিত হয়। এ সময় সমাবেশে বক্তারা হামলাকারীদের অনতিবিলম্বে গ্রেপ্তার এবং তাদের বিচারের আওতায় আনার দাবি জানান।
এ সময় এনসিপির জেলা সভাপতি জুনেদ আহমদ, সেক্রেটারি কামরুজ্জামান আরিফ, মহানগর সভাপতি আফজাল কিবরিয়া সরোয়ার, সেক্রেটারি আখতার হোসেন, শ্রমিক শক্তির কেন্দ্রীয় সদস্য শাব্বির আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন।
চবিতে বিক্ষোভ
ইনকিলাব মঞ্চের মুখপাত্র হাদির ওপর সন্ত্রাসীদের গুলিবর্ষণের ঘটনার প্রতিবাদে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চাকসুর উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকালে বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জিরো পয়েন্টে এসে শেষ হয়। মাগরিবের নামাজের পর তার সুস্থতা কামনায় দোয়া মাহফিল করা হয়।
রাবিতে বিক্ষোভ
ইনকিলাব মঞ্চের মুখপাত্রের ওপর বর্বর হামলার প্রতিবাদে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীরা। গতকাল বিকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে নগরীর তালাইমারিতে জমায়েত হয়।
এ সময় রাকসুর জিএস সালাহউদ্দিন আম্মার বলেন, জুলাইয়ের পর থেকে দুটি গোষ্ঠী এখন পর্যন্ত একটা গোষ্ঠী আরেকটা গোষ্ঠীকে সমান তালে সাপোর্ট করে যাচ্ছে। একটা হচ্ছে খুনি লীগ, আরেকটা হচ্ছে যারা আওয়ামী লীগকে বিভিন্ন নামকরণে বৈধতা দিতে চায় তারা। এই ঘটনার সঙ্গে যারা জড়িত অনতিবিলম্বে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি আমরা ইন্টেরিমের পক্ষ থেকে দেখতে চাই।
জবিতে বিক্ষোভ
ইনকিলাব মঞ্চের মুখপাত্রের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সাধারণ শিক্ষার্থীরা। গতকাল বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে রায়সাহেব মোড় প্রদক্ষিণ করে বিশ্বজিৎ চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশও অনুষ্ঠিত হয়।
সমাবেশে শাখা শিবিরের সাধারণ সম্পাদক আব্দুল আলিম আরিফ বলেন, জুলাই অভ্যুত্থানের সম্মুখ সারির যোদ্ধা ওসমান হাদির ওপর যে অতর্কিত হামলা হয়েছে, তার তীব্র প্রতিবাদ জানাই। আমরা হাদির পাশে আছি এবং হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবি জানাচ্ছি।
ইবিতে বিক্ষোভ, মহাসড়ক অবরোধ
ইনকিলাব মঞ্চের মুখপাত্রের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মহাসড়ক অবরোধ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা। গতকাল সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের জিয়া মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে বিশ্ববিদ্যালয়ের সংগঠনগুলোর নেতাকর্মীরা। পরবর্তী সময়ে মিছিলটি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে কুষ্টিয়া-খুলনা মহাসড়ক অবরোধ করে।
নোবিপ্রবিতে বিক্ষোভ
ইনকিলাব মঞ্চের মুখপাত্র হাদিকে হত্যাচেষ্টার প্রতিবাদে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) শিক্ষার্থীরা বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন। গতকাল সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থীরা এই কর্মসূচি পালন করেন।
হাবিপ্রবিতে বিক্ষোভ
হাদির ওপর দুর্বৃত্তদের গুলিবর্ষণ ও হত্যাচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) শিক্ষার্থীরা। গতকাল শুক্রবার সন্ধ্যায় হয় এই মিছিল। মিছিল শেষে তার সুস্থতা কামনায় দোয়া করা হয়।
ববিতে বিক্ষোভ মিছিল ও দোয়া
জুলাই যোদ্ধা হাদির ওপর হামলার প্রতিবাদে বরিশাল বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল ও সুস্থতা কামনা করে দোয়া করেছেন শিক্ষার্থীরা। গতকাল ইনকিলাব মঞ্চের আয়োজনে বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ডফ্লোরে সন্ধ্যায় হাদির সুস্থতা কামনা করে দোয়া করা হয়। দোয়া শেষে বিক্ষোভ মিছিল করা হয়। বিক্ষোভ মিছিলে শিক্ষার্থীরা অনতিবিলম্বে সন্ত্রাসীদের আইনের আওতায় নিয়ে এসে উপযুক্ত শাস্তি নিশ্চিতের দাবি জানান।
বেরোবিতে ইনকিলাব মঞ্চের বিক্ষোভ মিছিল
হাদির ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ইনকিলাব মঞ্চের নেতৃত্বে বিক্ষোভ মিছিল করেছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সাধারণ শিক্ষার্থীরা।
গতকাল বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের কৃষ্ণচূড়া ও বিজয় সড়ক প্রদক্ষিণ করে শহীদ আবু সাঈদ গেটে গিয়ে দোয়ার মাধ্যমে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশও অনুষ্ঠিত হয়।
বরিশালে মশাল মিছিল
ইনকিলাব মঞ্চের মুখপাত্রের ওপর হামলার প্রতিবাদে বরিশালে মশাল মিছিল ও বিক্ষোভ মিছিল করেছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। গতকাল সন্ধ্যায় নগরীর চৌমাথা এলাকার ঢাকা-বরিশাল মহাসড়কে সর্বস্তরের জুলাই যোদ্ধাদের ব্যানারে এই মশাল মিছিল বের করা হয়।
মিছিলটি চৌমাথা মোড়ে এসে শেষ হয়। এ সময় জুলাই যোদ্ধারা বিক্ষোভ প্রদর্শন করে। তারা হাদির ওপর হামলার প্রতিবাদ ও ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।
কুড়িগ্রামে বিক্ষোভ
হাদির ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে ফ্যাসিবাদ বিরোধী মঞ্চ। গতকাল সন্ধ্যায় কলেজ মোড় বিজয় স্তম্ভ থেকে একটি প্রতিবাদী বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শাপলা চত্বরে এক সমাবেশে মিলিত হয়। এ সময় বিক্ষোভকারীরা কুড়িগ্রাম-রংপুর মহাসড়ক টায়ার জ্বালিয়ে অবরোধ করেন।
এ সময় বক্তারা বলেন, ওসমান হাদি আমাদের আইকন, হাদির মাথায় গুলি করা মানে সারা বাংলার ছাত্র-জনতার মাথায় গুলি করা। আমরা এই দেশে আর কোনো নব্য ফ্যাসিবাদ তৈরি হতে দেব না।
দিনাজপুরের নবাবগঞ্জে ছাত্র-জনতার বিক্ষোভ
ঢাকা-৮ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী হাদির ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন দিনাজপুরের নবাবগঞ্জের সাধারণ শিক্ষার্থী ও স্থানীয় জনতা। হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গতকাল সন্ধ্যায় এসব কর্মসূচি পালিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, হাদির ওপর হামলা পরিকল্পিত সন্ত্রাসী কর্মকাণ্ড। এ ঘটনার নেপথ্যের হোতাদেরও আইনের আওতায় আনতে হবে।
ঝালকাঠিতে বিক্ষোভ
হাদির ওপর হামলার ঘটনায় ঝালকাঠি সদর উপজেলায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। গতকাল বিকালে ঝালকাঠি-বরিশাল আঞ্চলিক মহাসড়কে উপজেলার কলেজ মোড় এলাকায় টায়ার জ্বালিয়ে তারা সড়ক অবরোধ করেন।
ঝালকাঠি সদর থানার ওসি ইমতিয়াজ আহমেদ জানান, অবরোধের ফলে মুহূর্তেই মহাসড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। প্রায় এক ঘণ্টা চলা এই অবরোধে বরিশাল ও খুলনাগামী পথের দূরপাল্লার বাসসহ বিভিন্ন পরিবহনের শতাধিক যানবাহন আটকা পড়ে।
অবরোধকারীরা বলেন, হাদির ওপর হামলাকারীদের আগামী ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করতে না পারলে কঠোর কর্মসূচি দেওয়া হবে।
হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইলেকশন ওয়ার্কিং অ্যালায়েন্সের
হাদির ওপর হামলার তীব্র নিন্দা জানিয়েছে ইলেকশন ওয়ার্কিং অ্যালায়েন্স। পাশাপাশি হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবি জানানো হয়েছে। গতকাল ইলেকশন ওয়ার্কিং অ্যালায়েন্সের চেয়ারম্যান ও সাবেক সচিব ড. শরিফুল আলম, কো-চেয়ারম্যান ড. গোলাম রহমান ভূঁইয়া এবং জাতীয় সমন্বয়কারী খোন্দকার জাকারিয়া আহমদ যৌথ বিবৃতিতে এসব দাবি জানান।


হাদির ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে যুবদলের বিক্ষোভ
হাদিকে গুলি আরেকটি ওয়ান-ইলেভেনের মতো গভীর ষড়যন্ত্র, নেপথ্যে আ.লীগ-ভারত
হাদির পরিবারের সঙ্গে দেখা করলেন জুবাইদা রহমান