আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

নোয়াখালীতে মাইক্রোবাস খালে, একই পরিবারের নিহত ৭

জেলা প্রতিনিধি, নোয়াখালী

নোয়াখালীতে মাইক্রোবাস খালে, একই পরিবারের নিহত ৭

নোয়াখালীর বেগমগঞ্জে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে একই পরিবারের ৭ জনের মৃত্যু হয়েছে। বুধবার ভোর সাড়ে ৫টার দিকে নোয়াখালী-লক্ষীপুর মহাসড়কের বেগমগঞ্জের পূর্ব চন্দগঞ্জের জগদীশপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহতরা হলেন- ওমান প্রবাসী বাহার উদ্দিনের মা মোরশিদা, ভাবি লাবনী, ভাতিজি রেশমী, লামিয়া ফয়জুন্নেসা, মেয়ে মিম, স্ত্রী কবিতা ও বৃদ্ধা নানী। তারা লক্ষীপুর জেলার হাজিপাড়া ইউনিয়নের পশ্চিম চৌপল্লী গ্রামের বাসিন্দা। এতথ্য নিশ্চিত করেন চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন ভূঁইয়া।

পুলিশ ও স্থানীয়রা জানান, ঢাকা বিমানবন্দর থেকে বিদেশ ফেরত প্রবাসী বাহার উদ্দিনের পরিবারকে বহনকারী মাইক্রোবাস ভোর ৫টা সাড়ে ৫টার দিকে পূর্ব চন্দগঞ্জের জগদীশপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি মাইক্রোবাস রাস্তার পাশে খালে পড়ে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে নোয়াখালীর বিভিন্ন হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন ভূঁইয়া আমার দেশকে বলেন, এ ঘটনার পর থেকে মাইক্রোবাস চালক পলাতক রয়েছেন। দুর্ঘটনার শিকার মাইক্রোবাসটি জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে। চালকের চোখে ঘুম থাকায় এ দুর্ঘটনা ঘটেছে। লাশগুলো আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন