কুলাউড়ার চন্দ্র স্কুলের ১১৬ বছর পূর্তি উদযাপন

কুলাউড়া প্রতিনিধি
প্রকাশ : ০৪ জানুয়ারি ২০২৫, ১৭: ২২

জমকালো আয়োজনে কুলাউড়ার প্রাচীন বিদ্যাপীঠ নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের ১১৬ বছর পূর্তি উদযাপিত হয়েছে। শনিবার সকালে আনন্দ র‌্যালি ও বেলুন উড়িয়ে দিনব্যাপী নানা কর্মসূচীর উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ও বিশিষ্ট শিল্পপতি, ইষ্ট কোস্ট গ্রুপের চেয়ারম্যান আজম জে চৌধুরী ও প্রাক্তন প্রধান শিক্ষক প্রবীন শিক্ষাবিদ আমান উল্লাহ।

বিজ্ঞাপন

উদযাপন পরিষদের আহ্বায়ক এনামুল ইসলাম এনামের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক আব্দুল কাইয়ুম মিন্টুর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বিশিষ্ট শিল্পপতি, ইষ্ট কোস্ট গ্রুপের চেয়ারম্যান আজম জে চৌধুরী বলেন, আমার প্রাণের বিদ্যাপীঠ নবীন চন্দ্র উচ্চ বিদ্যালয়। কত আনন্দময় স্মৃতি আমার মনের কোনে জড়িয়ে আছে এই বিদ্যালয় ঘীরে। বাড়ি থেকে আলপথ মেঠোপথ পাড়ি দিয়ে ৬ কিলোমিটার হেঁটে আমি এই স্কুলে এসে পড়াশোনা করেছি। দীর্ঘদিন পর আমার ভালোবাসায় জড়িয়ে থাকা সহপাঠীদের সাথে আজ দেখা হলো। আমি দারুন আনন্দিত। তিনি আরও বলেন, কুলাউড়ার উন্নয়নে আমার ব্যক্তিগত উদ্যোগে অনেক কাজ করেছি। আরও কাজ করে যাবো ইনশাআল্লাহ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মহি উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার কুলাউড়া সার্কেল কামরুল ইসলাম, কুলাউড়া সহকারী কমিশনার (ভূমি) শাহ জহুরুল হোসেন, এনসি স্কুলের প্রধান শিক্ষক আমির হোসেন প্রমূখ। আলোচনা সভা শেষে বিভিন্ন ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীরা স্মৃতিচারন করে বক্তব্য রাখেন।

দিনব্যাপী বিদ্যালয় প্রাঙ্গণে বর্ণাঢ্য আয়োজনের মধ্যে ছিলো স্মৃতিচারন, শুভেচ্ছা বিনিময়, ম্যাগাজিন প্রকাশনা, সম্মাননা স্মারক প্রদান, মধ্যাহৃভোজের শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন দেশের অন্যতম জনপ্রিয় কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেলসহ স্থানীয় ব্যান্ড দল।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত