ডিসি যখন ছাত্রের ভূমিকায়

উপজেলা প্রতিনিধি, গফরগাঁও (ময়মনসিংহ)
প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৫, ২০: ৫৯

ময়মনসিংহের গফরগাঁওয়ে একটি প্রাথমিক বিদ্যালয়ে ক্লাসে শিক্ষার্থীদের সাথে একই বেঞ্চে বসে শিক্ষকের দেয়া শ্রেণী পাঠদান পর্যবেক্ষণ করেন জেলা প্রশাসক মুফিদুল আলম।

বৃহস্পতিবার দুপুর ১টার দিকে উপজেলার ভারইল গন্ডগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের সাথে জেলা প্রশাসক একই বেঞ্চে বসে শিক্ষকের দেয়া শ্রেণী পাঠদান পর্যবেক্ষণ করেন।

বিজ্ঞাপন

ক্লাস শেষে শিক্ষক এবং শিক্ষার্থীদের গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান করেন। এছাড়াও তিনি পরিদর্শন খাতায় গুরুত্বপূর্ণ অনেক বিষয় লিপিবদ্ধ করেন। এসময় বাচ্চারা জেলা প্রশাসককে ক্লাসে পেয়ে খুবই আনন্দ পেয়েছে।

অভিভাবক স্থানীয় বাসিন্দারা বলেন, জেলা প্রশাসক ও তার কর্মকর্তারা মাঝেমধ্যে বিদ্যালয়ে আসলে নিয়মশৃঙ্খলা ও জবাবদিহি বাড়বে। এমন উদ্যোগ অব্যাহত থাকলে প্রকৃত শিক্ষার পরিবেশ সৃষ্টি হবে এবং শিক্ষকদের মধ্যে সুষ্ঠ প্রতিযোগিতা বাড়বে।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন গফরগাঁও উপজেলা নির্বাহী অফিসার এন. এম. আবদুল্লাহ-আল-মামুন, সহকারী কমিশনার (ভূমি) আমির সালমান রনি, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. জামাল উদ্দিন, প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) নূরে আলম ভূইয়া, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার হেলাল উদ্দিন আরিফ রাব্বানী প্রমুখ।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত