জীবনের নিরাপত্তা চেয়ে ৪ সাংবাদিকের জিডি

বিএনপি দল থেকে বহিষ্কার করলেও ব্যবস্থা নিচ্ছে না পুলিশ

উপজেলা প্রতিনিধি, রাণীশংকৈল (ঠাকুরগাঁও)
প্রকাশ : ১১ আগস্ট ২০২৫, ২১: ২২

প্রেসক্লাব উড়িয়ে দেয়া, মিথ্যা মামলায় জড়িয়ে সাংবাদিককে জেল খাটানোর হুমকি দাতার বিরুদ্ধে ৮ আগস্ট থানায় একটি এজাহার ও পৃথক তিনটি জিডি হয়েছে।

জানা যায়, ক্যাসিনো মাসুদ হিসাবে পরিচিত দক্ষিণ সন্ধারই গ্রামের আনিসুর রহমানের পুত্র মাসুদ রানা ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল প্রেসক্লাবকে উড়িয়ে দেয়া এবং প্রেসক্লাব সভাপতি আশরাফুল আলমকে মোটর সাইকেলে বেঁধে শহরে ঘুরানো এবং তাকে ধ্বংস করার হুমকি দেন।

বিজ্ঞাপন

এ ছাড়াও সাংবাদিককে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা, ৪৫ হাজার টাকা মূল্যের টাচ মোবাইল ছিনিয়ে নেয়া, পাঁচ হাজার পাঁচ ‘শ টাকা মূল্যে রিসিভার ভেঙে ক্ষতি সাধন করে। এরই প্রেক্ষিতে প্রেসক্লাব সম্পাদক খুরশিদ আলম শাওন মাসুদ রানাসহ ৪ জনকে আসামি করে থানায় মামলা করে।

এদিকে প্রেসক্লাবকে উড়িয়ে দেয়া, সাংবাদিককে মিথ্যা মামলায় জড়িয়ে জেল হাজত খাটানো হুমকি দাতা মাসুদ রানার বিরুদ্ধে প্রেসক্লাব সভাপতি আশরাফুল আলম, সাংবাদিক একে আজাদ. আব্দুল্লাহ আল নোমান জীবনের নিরাপত্তা চেয়ে থানায় পৃথক পৃথক জিডি করেছেন।

থানায় এজাহার, পৃথক জিডি করার কয়েকদিন অতিবাহিত হয়ে গেলেও অজ্ঞাত কারণে মাসুদ রানা ও অন্যান্য আসামিদের গ্রেপ্তার না করায় স্থানীয় সাংবাদিকদের বিষয়টি ভাবিয়ে তুলেছে।

এ প্রসঙ্গে রাণীশংকৈল থানার ওসি তদন্ত রফিকুল ইসলাম বলেন, এজাহার ও জিডিগুলো আদালতে পাঠানো হয়েছে। আমাদের আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

উল্লেখ্য,সম্প্রতি আইনশৃঙ্খলা কমিটির সভায় মাসুদ রানা ক্যাসিনো জুয়ায় আঙুল ফুলে কলাগাছ হয়েছেন। হঠাৎ কোটি কোটি টাকার সম্পদ কিভাবে হলো তা সবার মুখে মুখে। এ নিয়ে স্থানীয় কিছু সাংবাদিক প্রতিবেদন তৈরি করার জন্য মাসুদ রানার ব্যাবসায়িক প্রতিষ্ঠানে যায়। এ সময় প্রেসক্লাব উড়িয়ে দেয়া, সাংবাদিককে মিথ্যা মামলায় জড়িয়ে জেল খাটানোর হুমকি দেন তিনি।

এ সবের পরিপ্রেক্ষিতে জেলা বিএনপি কৃষকদল থেকে বহিষ্কার করে তাকে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত