আখাউড়ায় ভ্রাম্যমান আদালতে তিন কাপড় ব্যবসায়িকে জরিমানা

উপজেলা প্রতিনিধি, আখাউড়া (ব্রাহ্মণাবড়িয়া)
প্রকাশ : ২৪ মার্চ ২০২৫, ১৬: ৩৩

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ঈদের বাজারে অতিরিক্ত মুল্যে কাপড় বিক্রি করায় তিন কাপড় ব্যবসায়িকে ভ্রাম্যমান আদালতে জরিমানা করা হয়েছে। পুলিশের সহযোগীতায় সোমবার দুপুরে এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ভুমি ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো: ফয়সল উদ্দিন।

বিজ্ঞাপন

উপজেলা প্রশাসন জানায়, সোমবার দুপুর আড়াইটার দিকে বাজার মনিটরিং করার সময় পৌরসভার সড়ক বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এসময় মূল্য তালিকা দেখাতে না পারায় এবং অতিরিক্ত মূল্যে কাপড় বিক্রি করার দায়ে ড্যাজল নামে একটি কাপড়ের দোকানকে ৩ হাজার টাকা, বোরকা হাউজ ও মনোরম ফ্যাশন নামে দুইটি কাপড়ের দোকানকে ২ হাজার করে ৪ হাজার টাকা জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: ফয়সল উদ্দিন জানান, ঈদ পর্যন্ত প্রশাসনের বাজার মনিটরিং থাকবে। কেউ অনিয়ম করলেই আইনত ব্যবস্থা গ্রহন করা হবে বলেও তিনি জানান।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত