আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

অপারেশন ডেভিল হান্টে আ. লীগের ২ নেতা গ্রেপ্তার

উপজেলা প্রতিনিধি, (নাসিরনগর) ব্রাহ্মণবাড়িয়া

অপারেশন ডেভিল হান্টে আ. লীগের ২ নেতা গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগরে অপারেশন ডেভিল হান্ট’ অভিযানে আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।

গত বৃহস্পতিবার রাতে পৃথক দুটি স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

বিজ্ঞাপন

গ্রেপ্তারকৃতরা হলেন- নাসিরনগর উপজেলা কৃষকলীগের সহ-সভাপতি ও দাঁতমন্ডল গ্রামের বাসিন্দা মো. গোলাম আলী ও গোকর্ণ ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি, গোকর্ণ হাজি বাড়ির মো. সারোয়ার উদ্দিন।

নাসিরনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আজহারুল ইসলাম বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বিস্ফোরকদ্রব্য আইনে হামলার অভিযোগ রয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন