স্থায়ী ক্যাম্পাসের দাবি

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সড়ক অবরোধ প্রত্যাহার

আমার দেশ অনলাইন
প্রকাশ : ১০ আগস্ট ২০২৫, ১২: ১৮
আপডেট : ১০ আগস্ট ২০২৫, ১২: ৪৯
ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা স্থায়ী ক্যাম্পাস নির্মাণের দাবিতে করা সড়ক অবরোধ প্রত্যাহার করেছে। সেনাবাহিনীর সদস্যদের আলোচনার পর শিক্ষার্থীরা অবলোধঘ প্রত্যাহার করে। রোববার বেলা সাড়ে ১২টার সড়ক অবরোধ প্রত্যাহার করেন শিক্ষার্থীরা। এখন যান চলাচল স্বাভাবিক রয়েছে।

বিজ্ঞাপন

এর আগে অবরোধের ফলে ঢাকা-পাবনা, ঢাকা-রাজশাহী ও ঢাকা-বগুড়া মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে ভোগান্তিতে পড়েছে যাত্রী ও চালকেরা।

তবে হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রউফ বলেন, আমরা বিষয়টি আগে থেকেই অবগত ছিলাম। শিক্ষার্থীরা ১০টা ৫৫ মিনিট থেকে অবরোধ শুরু করেছে। আমরা শহর দিয়ে যানবাহন পার করছি।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত