রাজশাহীতে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ৩১ মার্চ ২০২৫, ১১: ৫২

রাজশাহীতে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ৮টায় হযরত শাহ মখদুম (রহ.) কেন্দ্রীয় ঈদগাহে জামাত অনুষ্ঠিত হয়। বিশাল এ ঈদ জামাতে ইমামতি করেন, মহানগরীর রাজারহাতা জামে মসজিদের খতিব ও পেশ ইমাম মাওলানা মো. কাওসার হোসাইন।

বিজ্ঞাপন

তাকে সহযোগিতা করবেন- মহানগরীর তেরোখাদিয়া জামে মসজিদের পেশ ইমাম মোহাম্মদ সোয়েব হোসেন।

জামাত শেষে দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মাহর সুখ-সমৃদ্ধি, অগ্রগতি এবং কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এ সময় দেশ ও জাতির স্বার্থে সবার মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতি রক্ষার ডাক দেওয়া হয়। এছাড়া ফিলিস্তিনি মুসলমানদের রক্ষার জন্য আল্লাহর দরবারে বিশেষ প্রার্থনা করা হয়।

রাজশাহী বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ, রাজশাহীর সাবেক মেয়র ও সংসদ সদস্য বিএনপির জ্যেষ্ঠ নেতা মিজানুর রহমান মিনু, মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল এবং বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারাসহ মুসল্লিরা ঈদুল ফিতরের দুই রাকাআত ওয়াজিব নামাজ আদায় করেন।

নামাজ শেষে ঈদ জামাতে আসা মুসল্লিরা কোলাকুলি করেন। তরা পরস্পর সঙ্গে ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন। এছাড়া রাজশাহী মহানগরীর বিভিন্ন এলাকায় এবার প্রায় ৫০টি এবং ৯ উপজেলায় আরও প্রায় ৩৫০টি ঈদগাহে পবিত্র ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত