আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

শ্রমিকদের কর্মবিরতি

খুলনাসহ ১৬ জেলায় জ্বালানি তেল সরবরাহ বন্ধ

ডেস্ক রিপোর্ট

খুলনাসহ ১৬ জেলায় জ্বালানি তেল সরবরাহ বন্ধ

খুলনা বিভাগীয় ট্যাংকলরি শ্রমিকদের কর্মবিরতিতে খুলনাসহ ১৬ জেলায় জ্বালানি তেল সরবরাহ বন্ধ রয়েছে। সোমবার থেকে খুলনার পদ্মা, মেঘনা ও যমুনা ডিপো থেকে কোনো তেল উত্তোলন হয়নি। মঙ্গলবারও একই অবস্থা দেখা গেছে। এতে ভোগান্তি পড়েছে সাধারণ মানুষ।

বিজ্ঞাপন

ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আলী আজিমকে গ্রেপ্তারের প্রতিবাদে ও তাঁর মুক্তির দাবিতে রোববার দুপুর থেকে এ কর্মসূচি শুরু হয়। সোমবার খালিশপুরে অবস্থিত বিভাগীয় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে কর্মবিরতির সমর্থনে বিক্ষোভ ও সমাবেশ করেন শ্রমিকরা। আলী আজিমকে মুক্তি না দেওয়া পর্যন্ত কর্মবিরতি অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে আন্দোলনকারীরা।

পদ্মা-মেঘনা-যমুনা ট্যাংকলরি শ্রমিক কল্যাণ সমিতির সভাপতি মীর মোকসেদ আলী বলেন, ষড়যন্ত্রমূলক মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। যতক্ষণ পর্যন্ত আলী আজিমকে মুক্তি দেওয়া না হবে, ততক্ষণ পর্যন্ত এই আন্দোলন অব্যাহত থাকবে।

খুলনা মহানগর ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৈমুর ইসলাম জানান, ট্যাংকলরি শ্রমিক নেতা আলী আজম খালিশপুরে বিএনপি অফিস ভাঙচুর মামলার এজাহারভুক্ত আসামি। স্থানীয় লোকজন তাকে আটকের পর ডিবি পুলিশের কাছে হস্তান্তর করে। এরপর তাকে খালিশপুর থানায় হস্তান্তর করা হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন