আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

পাসপোর্ট কার্যালয় থেকে রোহিঙ্গা যুবক আটক

উপজেলা প্রতিনিধি, ফতুল্লা (নারায়ণগঞ্জ)
পাসপোর্ট কার্যালয় থেকে রোহিঙ্গা যুবক আটক

নারায়নগঞ্জের ফতুল্লা পাসপোর্ট কার্যালয় থেকে এক রোহিঙ্গা যুবককে আটক করেছে পুলিশ।

সোমবার (১৮ আগস্ট) দুপুরে ফতুল্লার ভুঁইগড়স্থ আঞ্চলিক পাসপোর্ট কার্যালয় থেকে তাকে আটক করা হয়। আটক যুবকের নাম মো. আরিয়ান। তিনি কক্সবাজার জেলার উখিয়া থানার ২৬ নম্বর লেদা রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।

বিজ্ঞাপন

পুলিশ জানায়, সোমবার দুপুরে বাংলাদেশি পাসপোর্ট তৈরি করতে ফতুল্লার ভুঁইগড়স্থ আঞ্চলিক পাসপোর্ট কার্যালয়ে আসে রোহিঙ্গা যুবক আরিয়ান। কাগজপত্র যাচাই-বাছাই করে সংশ্লিষ্টরা জানতে পারেন তিনি রোহিঙ্গা। এরপর তাকে তুলে দেয়া হয় পুলিশের হাতে। এ সময় তার কাছে পাসপোর্টের আবেদনপত্রের সঙ্গে নারায়নগঞ্জের একটি বাড়ির বিদ্যুৎ বিল কপি পাওয়া যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম জানান, ‘দালালের মাধ্যমে এই রোহিঙ্গা তরুণ বাংলাদেশি সেজে পাসপোর্ট তৈরির চেষ্টা করে। তার টার্গেট ছিল বাংলাদেশি পাসপোর্ট ব্যবহার করে মধ্যপ্রাচ্যের কোনো দেশে পালানো।

তিনি আরো জানান, রোহিঙ্গা যুবককে পাসপোর্ট তৈরি করে দেয়ার পেছনে কারা জড়িত, পাসপোর্ট তৈরির কাগজপত্র কারা জোগাড় করে দিলেন, তার অনুসন্ধান করা হচ্ছে। জড়িত ব্যক্তিদেরও আইনের আওতায় আনা হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন