জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী ও শাখা ছাত্রদলের আহ্বায়ক সদস্য জোবায়েদ হোসাইন হত্যার ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ। সোমবার সন্ধ্যায় লালবাগ জোনের ডিসি মল্লিক আহসান উদ্দিন সামি সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।
আটক স্বামী-স্ত্রী হলেন কুতুবদিয়া উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা জহির আলম ও তার স্ত্রী শাহেনা বেগম। তারা বর্তমানে চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের সেগুন বাগিচা এলাকায় বসবাস করছিলেন।
খালিশপুর থানার অফিসার্স ইনচার্জ মীর আতাহার আলী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ওএমএস ডিলারের কাছে চাঁদাবাজির অভিযোগে তাদেরকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।