আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

চেকপোস্টে বিপুল বৈদেশিক মুদ্রাসহ যাত্রী আটক

বেনাপোল প্রতিনিধি

চেকপোস্টে বিপুল বৈদেশিক মুদ্রাসহ যাত্রী আটক

ভারত থেকে বাংলাদেশে ফেরার সময় বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট কাস্টমস তল্লাশি কেন্দ্রে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রাসহ আব্দুস সালাম (৫০) নামে এক বাংলাদেশি পাসপোর্ট যাত্রীকে আটক করেছে কাস্টমস কর্তৃপক্ষ।

মঙ্গলবার বিকেলে বেনাপোল চেকপোস্টে নিয়মিত তল্লাশির সময় তাকে আটক করা হয়।

বিজ্ঞাপন

আটক আব্দুস সালাম মুন্সিগঞ্জ জেলার সদর থানার রঞ্বাহাওলা পাড়ার বাসিন্দা। তিনি ওই এলাকার আব্দুল সামাদ ব্যাপারীর ছেলে।

বেনাপোল কাস্টমস হাউসের সহকারী কমিশনার অটুল গোস্বামী বিষয়টি নিশ্চিত করে জানান, মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে ভারত থেকে আগত এক যাত্রীকে সন্দেহজনক মনে হলে কাস্টমস কর্মকর্তারা তার ব্যাগ তল্লাশি করেন।

এ সময় ব্যাগের ভেতর থেকে ঘোষণাবিহীন ৩২ হাজার ২০০ কানাডিয়ান ডলার ও ৩৩ হাজার ৪০০ অস্ট্রেলিয়ান ডলার উদ্ধার করা হয়।

কাস্টমস সূত্রে জানা গেছে, উদ্ধার করা বৈদেশিক মুদ্রার বাংলাদেশি বাজারমূল্য আনুমানিক ৬০ লাখ টাকা।

অটুল গোস্বামী আরও জানান, বৈদেশিক মুদ্রা পাচার ও কাস্টমস আইন লঙ্ঘনের অভিযোগে আটক যাত্রীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

উল্লেখ্য, বাংলাদেশ থেকে বিদেশে বা বিদেশ থেকে দেশে যাতায়াতের সময় নির্ধারিত সীমার বেশি বৈদেশিক মুদ্রা বহন করলে তা ঘোষণা করা বাধ্যতামূলক। এ ধরনের ঘটনায় কাস্টমস আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন