আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

রংপুরে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতা গ্রেপ্তার

উপজেলা প্রতিনিধি, তারাগঞ্জ (রংপুর)

রংপুরে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতা গ্রেপ্তার
ছবি: আমার দেশ।

রংপুরের তারাগঞ্জ উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে পতিত আওয়ামী লীগের সয়ার ইউনিয়নের সাবেক সভাপতি এবং তারাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য মো. সরওয়ার্দী আলমেককে গ্রেপ্তার করেছে তারাগঞ্জ থানার পুলিশ।

বিজ্ঞাপন

বুধবার দুপুরে উপজেলার সয়ার কাজীপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার মো. সরওয়ার্দী আলমে সয়ার ইউনিয়নের দীঘলটারি গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে।


তারাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) রুহুল আমিন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট মামলায় আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে। তাকে আদালতে সোপর্দ করার প্রস্তুতি নেওয়া হচ্ছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন