আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

পশ্চিম তীরে ইসরাইলি অভিযানে সাংবাদিকসহ বহু ফিলিস্তিনি আটক

আমার দেশ অনলাইন

পশ্চিম তীরে ইসরাইলি অভিযানে সাংবাদিকসহ বহু ফিলিস্তিনি আটক
আটক হওয়া ফিলিস্তিনি সাংবাদিক এনাস ইখলাভি। ছবি: মিডল ইস্ট আই।

দখলদার ইসরাইলি বাহিনী গণহারে আটক অভিযান চালিয়েছে পশ্চিম তীর। সোমবার স্থানীয় গণমাধ্যমের বরাতে মিডল ইস্ট আই জানিয়েছে, ইসরাইলের এই অভিযানে সাংবাদিক ও কিশোরসহ অনেক ফিলিস্তিনি আটক হয়েছেন।

বেথলেহেম শহরের উত্তরে আইদা শরণার্থী শিবির থেকে ইসরাইলি বাহিনী ২৫ জনেরও বেশি ফিলিস্তিনিকে গ্রেপ্তার করেছে। বাসিন্দারা এই অভিযানগুলিকে ব্যাপক বাড়ি তল্লাশি এবং ভয় দেখানোর কৌশল হিসাবে বর্ণনা করেছেন।

বিজ্ঞাপন

গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন সাংবাদিক এনাস ইখলাভি, যাকে হেবরনের পশ্চিমে ইধনা শহরে তার বাসা থেকে তুলে নেওয়া হয়েছিল। এছাড়া তুলকারমের কাছে নুর শামস শরণার্থী শিবিরে অভিযানের সময় ইয়াজান আল-আলৌল নামে ১৫ বছর বয়সি এক কিশোরকেও আটক করা হয়েছে।

কালকিলিয়া, রামাল্লাহ এবং তুবাসেও গ্রেপ্তার করা হয়েছে।

ইসরাইলি বাহিনী প্রতিনিয়তই পশ্চিম তীরে রাতের বেলায় অভিযান ও গ্রেপ্তার অভিযান পরিচালনা করে। আর এমন প্রতিটি অভিযানে ফিলিস্তিনিদের আটক করা হয়।

২০২৩ সালে গাজায় গণহত্যা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এই অভিযান এবং গ্রেপ্তারের সংখ্যা বেড়েছে।

মাত্র দুই বছরেরও বেশি সময়ে, ইসরাইলি বাহিনী পশ্চিম তীরেই ২১,০০০ এরও বেশি ফিলিস্তিনিকে গ্রেপ্তার করেছে। বর্তমানে, প্রায় ৯,২৫০ জন ফিলিস্তিনি ইসরাইলি কারাগারে আটক রয়েছেন, যার মধ্যে ৩৫০ জন শিশু এবং প্রায় ৫০ জন নারী।

এসব ফিলিস্তিনি বন্দিদের প্রায় অর্ধেককেই কোনো অভিযোগ বা বিচার ছাড়াই অনির্দিষ্টকালের জন্য আটক রাখা হয়েছে।

মানবাধিকার গোষ্ঠীগুলি বলছে যে ইসরাইল কর্তৃপক্ষ হেফাজতে থাকা ফিলিস্তিনি বন্দিদেরকে শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার করে, যার মধ্যে রয়েছে নির্যাতন, অনাহার, চিকিৎসা থেকে বঞ্চিত করা এবং নির্জন কারাবাস।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন