ফরিদপুরের মধুখালীতে এক অবৈধ অস্ত্র তৈরির কারখানায় অভিযান চালিয়েছে যৌথবাহিনী। এসময় অস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জামসহ একজনকে আটক করা হয়।
শুক্রবার (২৩ জানুয়ারি) মধুখালী আর্মি ক্যাম্পে স্থানীয়দের একাধিক অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করে আর্মি ক্যাম্পের ১৫ ইঞ্জিনিয়ারিং ব্যাটালিয়ন ও মধুখালী থানা পুলিশ। যৌথবাহিনীর সদস্যরা উপজেলার ডুমাইন ইউনিয়নের জান নগর গ্রামের অবৈধ অস্ত্র তৈরির কারখানায় অভিযান চালিয়ে অস্ত্র ও অস্ত্র তৈরি সরঞ্জামসহ অস্ত্র তৈরির কারিগর বাদল সরকার নামে একজনকে আটক করেছে।
অভিযানে ওই অস্ত্র তৈরির কারখানা থেকে ১টি পাইপ গান ১টি শটগান কার্তুজ সহ বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জামাদি উদ্ধার করা হয়, এছাড়া যৌথ বাহিনীর তল্লাশিতে কারখানা থেকে ১৪ টি রিকওয়েল স্প্রিং, ২টি হেমার, ১টি ড্রিল মেশিন, ১টি প্লেয়ারস ও ১টি ব্লয়াসসহ অন্যান্য সরঞ্জামাদি উদ্ধার করা হয়।
সেনা ও থানা সূত্রে জানা যায়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সন্ত্রাসী কার্যকলাপ চালানোর জন্য স্থানীয় দুর্বৃত্তরা বাদল সরকারের কাছে অস্ত্রের অর্ডার সরবরাহ করেছিল, আটককৃত বাদল সরকারের নামে ইতঃপূর্বে সংশ্লিষ্ট অস্ত্র আইনে একাধিক মামলা রয়েছে বলে জানা যায়।
আইনি প্রক্রিয়ায় আটককৃত বাদল সরকার এবং তার সঙ্গে উদ্ধারকৃত অস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জামাদি সেনাবাহিনী মধুখালী থানায় হস্তান্তর করে। পরবর্তীতে, অস্ত্র আইন ১৮৭৮/১৯ এ ধারায় মামলা (মামলা নং -২৪, ২৩ জানুয়ারি ২০২৬) দিয়ে আটককৃত বাদলকে ফরিদপুর জেল হাজতে প্রেরণ করা হয়।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

