গত ১৬ জুলাই গোপালগঞ্জে এনসিপির সমাবেশকে কেন্দ্র করে কোটালীপাড়া উপজেলার ওয়াপদারহাটে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতারা সড়কে গাছ ফেলে বিক্ষোভ মিছিল করেন। এতে জনমনে আতঙ্ক সৃষ্টি ও জনসাধারণের চলাচলে বিঘ্ন ঘটে।
আহ্বায়ক বলেন, আমাদের জেলার প্রতিটি মানুষ ঢাকার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। শিক্ষা থেকে চিকিৎসা—সবক্ষেত্রেই আমরা ঢাকার ওপর নির্ভরশীল। প্রশাসনিক বিভাজনে আমাদের ঢাকা থেকে আলাদা করা হবে আত্মঘাতী সিদ্ধান্ত।
‘বিশ্বকে বদলে দিতে, বিকশিত হই আনন্দের সাথে’এই প্রতিপাদ্যকে ধারণ করে জেলা প্রশাসক স্কুল প্রাঙ্গণে শিশুদের জন্য এই আনন্দ বিনোদনের উদ্যোগ নেন।