আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

প্রতিকার চেয়ে তারেক রহমান বরাবর চিঠি

বিএনপির ৫ নেতার বিরুদ্ধে কোটি টাকা চাঁদাবাজির অভিযোগ

জেলা প্রতিনিধি, নেত্রকোণা

বিএনপির ৫ নেতার বিরুদ্ধে কোটি টাকা চাঁদাবাজির অভিযোগ
প্রতীকী ছবি

নেত্রকোণার খালিয়াজুরী উপজেলায় বিএনপির পদধারী অন্তত পাঁচজন নেতাকর্মীর বিরুদ্ধে কোটি টাকার চাঁদাবাজির অভিযোগ ওঠেছে।

হাওরাঞ্চলের বেশ কয়েকটি জলমহাল দখল করে মাছ লুটপাট ও চাঁদা আদায়ের অভিযোগের প্রতিকার চেয়ে দলের চেয়ারম্যান তারেক রহমান বরাবর গত ৭ জানুয়ারি লিখিত অভিযোগ দিয়েছেন উপজেলার বল্লী গ্রামের মো. আক্তারুজ্জামান চৌধুরী ও মোহনগঞ্জ উপজেলার কলুংকা গ্রামের জাহাঙ্গীর আলম খান।

বিজ্ঞাপন

মঙ্গলবার খালিয়াজুরী উপজেলা বিএনপির সভাপতি ও গাজীপুর ইউপি চেয়ারম্যান মো. আবদুর রউফ স্বাধীন বলেন, অভিযোগটি সত্য নয়। অভিযোগের তদন্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হউক।

খালিয়াজুরী উপজেলা বিএনপির সভাপতি ও গাজীপুর ইউপি চেয়ারম্যান মো. আবদুর রউফ স্বাধীন, সহসভাপতি ইদ্রিছ আলী মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক তরিকুজ্জামান তরু, সাংগঠনিক সম্পাদক মির্জা জিয়া উদ্দিন এবং চাকুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আলকাছ মিয়ার বিরুদ্ধে এ অভিযোগ করা হয়েছে। অভিযোগকারী দুজনই নিজেদের বিএনপির সক্রিয় কর্মী বলে দাবি করেছেন। গত ৭ জানুয়ারি বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগীরা।

স্থানীয় এলাকাবাসী ও লিখিত অভিযোগে জানা গেছে, স্থানীয়ভাবে “সুপার ফাইভ বাহিনী” নামে গ্রুপটি পরিচিত। এই গ্রুপটি দলীয় প্রভাব খাটিয়ে জলমহাল, ফিসারি, বাজার ইজারা, টেন্ডার, এমনকি প্রশাসনিক দপ্তরকেন্দ্রিক কর্মকাণ্ডে চাঁদাবাজি ও নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে চলছে।

উপজেলার লেপসিয়া বাজারের নিরীহ ব্যবসায়ীদের নিকট থেকে প্রায় এক কোটি টাকা চাঁদা আদায় করেছেন ওই নেতারা। এছাড়া খালিয়াজুরী উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তর ঘিরেও চাঁদাবাজি করছে ওই গ্রুপটি।

ভুক্তভোগীরা অভিযোগে বলেন, উপজেলার রানীচাপুর গ্রুপ ফিসারি, মরানদী (মরাগাঙ), চুনাই গ্রুপ ফিসারি, ধনুনদী (গাগলাজুর থেকে ধনপুর অংশ), রৌয়াদিঘা ফিসারি, নাজিরপুর-মুরাদপুর গ্রুপ ফিসারিসহ একাধিক জলমহাল বর্তমানে ওই গ্রুপটির নিয়ন্ত্রণে রয়েছে।

ভুক্তভোগী আক্তারুজ্জামান ও জাহাঙ্গীর খান বলেন, ফিসারিটিতে বাঁশ-কাঠ দিয়ে দিয়ে মাছের আশ্রয়স্থল তৈরি, নৌকা কেনা, পাহারদার খরচসহ ২৫ লাখ টাকা বিনিয়োগ করেছি। কিছুদিন পর মাছ ধরা শুরু হবে। কিন্তু রানীচাপুর গ্রুপের লোকজন হামলা চালিয়ে, ভয়ভীতি দেখিয়ে আমাদেরকে ফিসারি থেকে উচ্ছেদ করেছে। প্রশাসনসহ সব জায়গায় জানিয়েছি। কিন্তু কোথাও প্রতিকার পাইনি। তাই বাধ্য হয়ে দলের চেয়ারম্যানের কাছে দারস্থ হয়েছি। আশা করছি তিনি এ বিষয়ে তদন্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন।

অপর ভুক্তভোগী সৈয়দ মিনহাজ উদ্দিন হুসাইন বলেন, উপজেলার মরানদী নামে জলমহালটির ৫০ ভাগ শেয়ার আমার নামে। এতে সব মিলিয়ে ৪০ লাখ টাকা বিনিয়োগ করেছি। এখন ফিসিংয়ের সময় ওই ফাইভস্টার গ্রুপের ঘনিষ্ঠ খালিয়াজুরী সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এরশাদ মিয়া জলমহালটি দখলে নিয়েছে। জলমহালে না যাওয়ার জন্য আমাকে হুমকি দিয়েছে। এ বিষয়ে থানায় সাধারণ ডায়েরি করেছি। পুলিশ ও প্রশাসনকে জানিয়েছি। কিন্তু কোনো ধরণের সুরাহা পাচ্ছি না। ওই গ্রুপটা উপজেলার সকল জলমহাল-ফিসারি জোর করে দখল করে নিয়েছে।

খালিয়াজুরী উপজেলা বিএনপির সভাপতি আবদুর রউফ স্বাধীন অভিযোগ করে বলেন, অভিযোগ দেওয়ার বিষয়টি আমি শুনেছি। আমার কথা হচ্ছে অভিযোগের বিষয়টি সুষ্ঠু তদন্ত করা হউক। যদি আমি দোষী হই তাহলে স্বেচ্ছায় আমি দল থেকে পদ ছেড়ে দেবো। আর যদি দোষী নাই হই তাহলে অভিযোগকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হউক। কেন এ ধরনের অভিযোগ ওঠেছে জানতে চাইলে তিনি বলেন, বিলের জলমহাল ইজারা নিয়ে দুটি পক্ষের মধ্যে সমস্যা চলছিল। অভিযোগকারীরা অপর পক্ষকে ঠকাতে চাইছিল।

নেত্রকোনা জেলা বিএনপির সভাপতি ডা. অধ্যাপক আনোয়ারুল হক আমার দেশকে বলেন, অভিযোগের বিষয়টি আমার জানা নেই। কেন্দ্র থেকেও কিছু জানায়নি। অভিযোগ পেলে তদন্ত করে দোষী সাব্যস্ত হলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...