আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ট্রেনের ইঞ্জিনে আগুন

ঢাকা-ময়মনসিংহ রুটে রেল যোগাযোগ স্বাভাবিক

জেলা প্রতিনিধি, ময়মনসিংহ

ঢাকা-ময়মনসিংহ রুটে রেল যোগাযোগ স্বাভাবিক

ময়মনসিংহে দেওয়ানগঞ্জ অভিমুখী দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেনের ইঞ্জিনে আগুন ধরে যাওয়ার ঘটনায় আধা ঘণ্টা রেল যোগাযোগ বন্ধ ছিল। বর্তমানে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

বিজ্ঞাপন

রেলসূত্রে জানা গেছে, শনিবার সকালে ঢাকা থেকে ছেড়ে আসা ট্রেনটি ধলা স্টেশনে পৌঁছালে হঠাৎ ট্রেনের ইঞ্জিনে ধোয়া দেখা যায়, ফলে ঢাকা-ময়মনসিংহ রুটে রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।

ওই সময় ঢাকাগামী ব্রহ্মপুত্র এক্সপ্রেসের ইঞ্জিন আউলিয়ানগর থেকে কমিউটার ট্রেনটি টেনে নিয়ে আসতে রওনা হয়। অন্যদিকে বিপরীত দিকের তিস্তা এক্সপ্রেস গফরগাঁও স্টেশনে দাঁড়িয়ে ছিল।

ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তার হোসেন জানান, দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেনের ইঞ্জিনে ধোয়া দেখা যায়। তবে আধা ঘণ্টার মধ্যেই ধোয়া কমে যায় এবং ট্রেনটি উদ্ধার করে ময়মনসিংহে নিয়ে আসা হয়। বর্তমানে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...