
কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার চৌদ্দগ্রামে মঙ্গলবার বিকেলে জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর মিছিল শেষে রাতে বিপুল পরিমাণ মাদকসহ যৌথবাহিনীর হাতে আটক হয়েছে যুবদল নেতা আবদুর রহিম।
তার কাছ থেকে ২ হাজার ৬৬৪ পিস ইয়াবা ট্যাবলেট ও নগদ ২ লাখ ২১ হাজার ৬২০ টাকা উদ্ধার করা হয়।
মঙ্গলবার দিবাগত রাত পৌনে ১টায় কনকাপৈত ইউনিয়নের করপাটি গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। রহিম ওই গ্রামের মরহুম আবদুল কুদ্দুসের ছেলে। আটকের তথ্যটি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ।
যৌথবাহিনী সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে গোয়েন্দা নজরদারির ভিত্তিতে বুধবার রাতে করপাটি গ্রামে অভিযান চালিয়ে মাদক সহ আবদুর রহিমকে আটক করা হয়। এ সময় তার হেফাজত থেকে ২ হাজার ৬৬৪ পিছ ইয়াবা ট্যাবলেট, নগদ ২ লাখ ২১ হাজার ৬২০ টাকা ও ২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। পরে তাকে চৌদ্দগ্রাম থানায় হস্তান্তর করা হয়। তার বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।
স্থানীয়রা অভিযোগ করেন, কনকাপৈত ইউনিয়ন জাতীয়তাবাদী যুবদলের সহ সাধারণ সম্পাদক আবদুর রহিম রাজনৈতিক প্রভাব খাটিয়ে এলাকার যুব সমাজকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে। তার নেতৃত্বে আটগ্রাম-নাঙ্গলকোট রুটে কয়েকটি সিন্ডিকেট ইয়াবা ব্যবসার সাথে জড়িত। একত্রে বিপুল পরিমাণ ইয়াবা ও নগদ টাকা পাওয়ায় সচেতন মানুষের আশঙ্কা বাস্তবে পরিণত হয়েছে।
অনেকে বলেন, আটককৃত আবদুর রহিম সারারাত মাদক ব্যবসা করে দিনে মানুষকে রাজনীতিতে জড়িত হতে বলে ‘ভালো’ সাজে। অবিলম্বে তার নেতৃত্বে থাকা অপর মাদক ব্যবসায়ীদেরও আটকের দাবি জানিয়েছেন এলাকাবাসী।
চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ বলেন, ‘ইয়াবাসহ আটকের ঘটনায় আবদুর রহিমের বিরুদ্ধে মাদক আইনে মামলা করা হয়েছে’।

কুমিল্লার চৌদ্দগ্রামে মঙ্গলবার বিকেলে জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর মিছিল শেষে রাতে বিপুল পরিমাণ মাদকসহ যৌথবাহিনীর হাতে আটক হয়েছে যুবদল নেতা আবদুর রহিম।
তার কাছ থেকে ২ হাজার ৬৬৪ পিস ইয়াবা ট্যাবলেট ও নগদ ২ লাখ ২১ হাজার ৬২০ টাকা উদ্ধার করা হয়।
মঙ্গলবার দিবাগত রাত পৌনে ১টায় কনকাপৈত ইউনিয়নের করপাটি গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। রহিম ওই গ্রামের মরহুম আবদুল কুদ্দুসের ছেলে। আটকের তথ্যটি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ।
যৌথবাহিনী সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে গোয়েন্দা নজরদারির ভিত্তিতে বুধবার রাতে করপাটি গ্রামে অভিযান চালিয়ে মাদক সহ আবদুর রহিমকে আটক করা হয়। এ সময় তার হেফাজত থেকে ২ হাজার ৬৬৪ পিছ ইয়াবা ট্যাবলেট, নগদ ২ লাখ ২১ হাজার ৬২০ টাকা ও ২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। পরে তাকে চৌদ্দগ্রাম থানায় হস্তান্তর করা হয়। তার বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।
স্থানীয়রা অভিযোগ করেন, কনকাপৈত ইউনিয়ন জাতীয়তাবাদী যুবদলের সহ সাধারণ সম্পাদক আবদুর রহিম রাজনৈতিক প্রভাব খাটিয়ে এলাকার যুব সমাজকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে। তার নেতৃত্বে আটগ্রাম-নাঙ্গলকোট রুটে কয়েকটি সিন্ডিকেট ইয়াবা ব্যবসার সাথে জড়িত। একত্রে বিপুল পরিমাণ ইয়াবা ও নগদ টাকা পাওয়ায় সচেতন মানুষের আশঙ্কা বাস্তবে পরিণত হয়েছে।
অনেকে বলেন, আটককৃত আবদুর রহিম সারারাত মাদক ব্যবসা করে দিনে মানুষকে রাজনীতিতে জড়িত হতে বলে ‘ভালো’ সাজে। অবিলম্বে তার নেতৃত্বে থাকা অপর মাদক ব্যবসায়ীদেরও আটকের দাবি জানিয়েছেন এলাকাবাসী।
চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ বলেন, ‘ইয়াবাসহ আটকের ঘটনায় আবদুর রহিমের বিরুদ্ধে মাদক আইনে মামলা করা হয়েছে’।

মুফতি মুহিব্বুল্লাহর বড় ছেলে মোহাম্মদ আব্দুল্লাহ বলেন, জাহাঙ্গীর আলম মেয়র থাকাকালে ইমাম পরিষদের অনুদানের বিষয়ে তার কাছে যাওয়া-আসা করতেন তার বাবা। সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলের কাছেও যেতেন তিনি।
৩ ঘণ্টা আগে
কুমিল্লায় চুরির অপবাদ দিয়ে এক কিশোরকে নির্যাতন করার অভিযোগ উঠেছে যুবলীগ নেতার বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে কুমিল্লার বুড়িচং উপজেলা ময়নামতি ইউনিয়নের বিন্দিয়ারচর গ্রামে।
৫ ঘণ্টা আগে
রংপুরের তারাগঞ্জ উপজেলার ৪নং হারিয়ারকুঠি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কুমারেশ রায়ের বিরুদ্ধে পরিষদের নিয়মিত সভা না করা, স্বজনপ্রীতি ও বিভিন্ন অনিয়মের অভিযোগে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বরাবরে লিখিত অভিযোগ করেছেন ওই ইউনিয়নের সাতজন ইউপি সদস্য।
৫ ঘণ্টা আগে
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, গত বছর গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে ক্যাম্পাসে ছাত্রলীগের বিভিন্ন পদধারী নেতা ও কর্মীর বিরুদ্ধে অন্তত ৩২টি লিখিত অভিযোগ জমা পড়ে। এর মধ্যে মারধর, হুমকি, জোরপূর্বক অবস্থান দখল ও অ্যাকাডেমিক কার্যক্রমে বাধা দেয়ার মতো অভিযোগও রয়েছে। এতসব অভিযোগ জমা পড়লেও মাত্র দুটি অভিযোগের
৬ ঘণ্টা আগে