প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক হেলাল ও জলু ইয়াবা পাচারের সঙ্গে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছেন। তাদের জব্দকৃত ইয়াবাসহ আইনশৃঙ্খলা বাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোর রাত ৪টার দিকে কোস্ট গার্ড স্টেশন সেন্টমার্টিনের ছেঁড়াদ্বীপ সংলগ্ন সমূদ্র এলাকায় বিশেষ অভিযান চালায়৷ অভিযানকালে ওই এলাকায় একটি সন্দেহজনক কাঠের বোটে তল্লাশি চালিয়ে এক লাখ ২০ হাজার পিস ইয়াবাসহ ছয় মাদক পাচারকারীকে আটক করা হয়।
মাদকের বড় একটি চালান জড়ো করা হয়েছে—এমন তথ্যের ভিত্তিতে যশোর জোনের একটি টিম রাজারহাটের একটি আখড়ায় অভিযান চালায়। এসময় একজন মাদক কারবারিকে আটক করা হয়। তবে তার সহযোগীরা আকস্মিক হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নিয়ে যায়।