যশোরে পুলিশের ওপর হামলা, মাদক কারবারিকে ছিনিয়ে নিল সহযোগীরা

স্টাফ রিপোর্টার, যশোর
প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৫, ১৯: ৪৯

যশোরে পুলিশের ওপর হামলা চালিয়ে আটক এক মাদক কারবারিকে ছিনিয়ে নিয়েছে তার সহযোগীরা। এ ঘটনায় সিআইডির কনস্টেবল শহিদুল ইসলাম আহত হয়েছেন।

বিজ্ঞাপন

ঘটনাটি ঘটে বুধবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় সদর উপজেলার রাজারহাট এলাকায়।

পরে আহত কনস্টেবলকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

সিআইডি সূত্র জানায়, মাদকের বড় একটি চালান জড়ো করা হয়েছে—এমন তথ্যের ভিত্তিতে যশোর জোনের একটি টিম রাজারহাটের একটি আখড়ায় অভিযান চালায়।

এসময় একজন মাদক কারবারিকে আটক করা হয়। তবে তার সহযোগীরা আকস্মিক হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নিয়ে যায়।

এ ঘটনায় সিআইডির এক সাব-ইন্সপেক্টর যশোর কোতোয়ালি থানায় মামলা করেছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসনাত।

গভীর রাতে বিএনপি নেতার বিরুদ্ধে ওএমএসের চাল বিক্রির অভিযোগ

শপথ নিলেন পিএসসির নতুন সদস্য আফতাব হোসেন

মোটরবাইক নিষেধাজ্ঞায় বিলিয়ন ডলারের বাজার হারানোর শঙ্কায় ভিয়েতনাম

বিএনপি নেতার চাপে জুলাই হত্যা মামলার দুই আসামিকে ছেড়ে দিলেন ওসি

সাবেক আইজিপি মামুন অন্যের ঘাড়ে বন্দুক রেখে বাঁচার চেষ্টা করছেন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত