যশোরে দশ হাজার ইয়াবাসহ ‘পুলিশ সদস্য’ আটক

স্টাফ রিপোর্টার, যশোর
প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৫, ১৭: ১১
আপডেট : ১৩ অক্টোবর ২০২৫, ১৭: ১৩

যশোরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে দশ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. মহিবুর রহমান রিমন (৩১) নামে এক ব্যক্তিকে আটক করেছে। আটক রিমন পুলিশ সদস্য বলে জানা গেলেও সংশ্লিষ্ট কেউ এই সংক্রান্ত দাপ্তরিক তথ্য জানাতে রাজি হননি।

শনিবার (১২ অক্টোবর ২০২৫) রাতে যশোর সদর উপজেলার ইছালি ইউনিয়নের মনোহরপুর এলাকায় যশোর-মাগুরা মহাসড়কের পাশে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

বিজ্ঞাপন

আটক মহিবুর রহমান রিমন (৩১) চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলার কুমিরা ইউনিয়নের বাসিন্দা।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক নাজমুল হোসেন খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোহাগ পরিবহনের একটি বাসে তল্লাশি চালিয়ে সন্দেহভাজন ওই যাত্রীকে আটক করা হয়। তার দেহ তল্লাশি করে দশ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।

এ ঘটনায় রিমনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে বলে জানান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এই দপ্তরের কর্মকর্তারা নাম প্রকাশ না করে নিশ্চিত করেছেন, রিমন পুলিশে কর্মরত। তবে তার এখনকার কর্মস্থল সম্বন্ধে তারা কিছু জানাননি।

যশোর কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত বলেন, ‘আটক ব্যক্তি কোনো বাহিনীর সদস্য কি না তা বলতে পারবেন মামলার বাদী। আমাদের কাছে এখনও এমন কোনো তথ্য নেই।’

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক আসলাম হোসেন বলেন, ‘আটক ব্যক্তি কোনো বাহিনীতে কর্মরত কিনা তা আমাদের বিবেচ্য নয়।

যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আবুল বাশার বলেন, ‘আমি অফিসিয়াল কাজে যশোরের বাইরে আছি। ঘটনাটি আমার জানা নেই।’

গৃহবধূর লাশ রেখে স্বামীসহ শ্বশুড়বাড়ির সবাই উধাও

কক্সবাজার থেকে ইয়াবা এনে ঢাকায় বিক্রি, ৩ নারী গ্রেপ্তার

সাব-জেলে অভিযুক্ত সেনা কর্মকর্তারা, সরকারের কাছে যে আহ্বান জানালেন ব্যারিস্টার আরমান

অসদাচারণের দায়ে টঙ্গী পাইলট স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষকে শোকজ

জরুরি অবস্থা জারি করলেন পেরুর প্রেসিডেন্ট

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত