সিলেটের জকিগঞ্জ থেকে বিপুল পরিমাণ ইয়াবাসহ দুলাল আহাম্মদ (২৮) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২০ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার খলাছড়া ইউপির পশ্চিম মাদারখাল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
সিলেট জেলা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে শনিবার (২০ ডিসেম্বর) সন্ধ্যায় জকিগঞ্জ উপজেলার খলাছড়া ইউপির পশ্চিম মাদারখাল এলাকায় অভিযান চালায় জকিগঞ্জ থানা পুলিশ। অভিযান চালিয়ে পশ্চিম মাদারখাল গ্রামের নিজ বাড়ি থেকে ছরকুম আলীর পুত্র দুলাল আহাম্মদকে (২৮) গ্রেপ্তার করা হয়।
এসময় তার বসত ঘর থেকে চালের ড্রামের ভেতর রক্ষিত দুটি প্লাস্টিকের বয়াম ভর্তি ২১ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। ইয়াবা উদ্ধারের ঘটনায় জকিগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। রোববার (২১ ডিসেম্বর) আসামীকে আদালতে তোলা হবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

