
ছাতক পৌরসভার সাবেক মেয়র কালাম চৌধুরী গ্রেপ্তার
সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও ছাতক পৌরসভার সাবেক মেয়র আবুল কালাম চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও ছাতক পৌরসভার সাবেক মেয়র আবুল কালাম চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সিলেটে সাদিক কায়েম
ডাকসু ভিপি বলেন, কৃষক-শ্রমিক-রিকশাচালকের টাকায় রাষ্ট্র চলে, আর তাদের সন্তানদের ভবিষ্যৎ রাষ্ট্রনায়ক হিসেবে গড়ে তোলার ক্ষেত্র তৈরি করাই ‘হ্যাঁ’-এর মূল লক্ষ্য। ‘হ্যাঁ’ মানে বিগত ফ্যাসিবাদী আমলে সংঘটিত গুম, খুন ও আয়নাঘরের সংস্কৃতির মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার বিচারে...

নির্বাচনে দলীয় পদে থাকা প্রিসাইডিং ও পোলিং অফিসারের তালিকা করুন। তাদের তালিকা থেকে বাদ দিতে হবে। তাদের প্রশিক্ষণ নেবেন না। এসব গোয়েন্দা সংস্থা জানে। স্বচ্ছ ও নিরপেক্ষ তালিকা করুন। কোনো ধরনের শৈথিল্য দেখানো যাবে না।

এর আগে দলীয় নীতি ও আদর্শ পরিপন্থি কর্মকাণ্ড এবং শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এম.শহিদকে যুবদলের প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছিল। পরবর্তীতে তার আবেদনের পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় নেতৃত্ব বিষয়টি পর্যালোচনা করে বহিষ্কারাদেশ প্রত্যাহারের সিদ্ধান্ত নেয়।

সিলেটে স্বরাষ্ট্র উপদেষ্টা

সিলেট-১ আসেন বিএনপির প্রধান কার্যালয় উদ্বোধন









দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ






দুদকের মামলায়


