দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন থেকে প্রায় ছয় কোটি টাকা মূল্যের এক লাখ ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। ওই সময় একটি বোটসহ ছয় মাদক পাচারকারিকে আটক করে কোস্ট গার্ড।
মঙ্গলবার (o৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান , গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোর রাত ৪টার দিকে কোস্ট গার্ড স্টেশন সেন্টমার্টিনের ছেঁড়াদ্বীপ সংলগ্ন সমূদ্র এলাকায় বিশেষ অভিযান চালায়৷ অভিযানকালে ওই এলাকায় একটি সন্দেহজনক কাঠের বোটে তল্লাশি চালিয়ে এক লাখ ২০ হাজার পিস ইয়াবাসহ ছয় মাদক পাচারকারীকে আটক করা হয়।

