কক্সবাজারের আলোচিত উপজেলা উখিয়ায় বিশেষ অভিযান চালিয়ে সাড়ে ৪ কোটি টাকা মূল্যের এক লাখ ৫০ হাজার পিস নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উখিয়া ও নাইক্ষ্যংছড়িতে দায়িত্ব পালনকারী বিজিবির ৬৪ ব্যাটালিয়ন এই অভিযান চালায়।
বিজিবির দাবি, মাদক পাচারকারী বিজিবির অবস্থান টের পেয়ে পলিব্যাগ ভর্তি ইয়াবা ট্যাবলেট গুলো ফেলে পালিয়ে যায়।
বিজিবি বলছে, বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) ভোররাত ৪টার দিকে হ্নীলা সীমান্ত চৌকির একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার বিআরএম-১২ থেকে আনুমানিক ৫০০ গজ দক্ষিণ-পূর্ব দিকে এবং চৌকি থেকে আনুমানিক ২ কিলোমিটার দক্ষিণ দিকে আনোয়ার প্রজেক্ট নামক স্থানে অবস্থান নেয়। ভোর ৫টার দিকে মায়ানমার থেকে একজন ব্যক্তি বাংলাদেশের দিকে আসতে দেখলে টহল দল তাকে চ্যালেঞ্জ করলে তার হাতে থাকা কালো রঙ্গের প্লাস্টিক পলিব্যাগ ফেলে নাফ নদী হয়ে মায়ানমারের দিকে পালিয়ে যায়।
পরে ওই স্থান থেকে কালো রঙ্গের প্লাস্টিক পলিব্যাগের মধ্যে নীল রঙ্গের বায়ুরোধী ১৫ কাট (১,৫০,০০০ পিস) ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।
বিজিবির উখিয়া ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, পালিয়ে যাওয়া মাদক চোরাকারবারীকে শনাক্ত করে গ্রেপ্তার করার জন্য গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। উদ্ধার হওয়া ইয়াবা উখিয়া থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
বিজিবি অধিনায়ক বলেন, বিজিবি শুধু সীমান্ত পাহারায় নয়, মাদক ও চোরাচালান প্রতিরোধেও সবসময় কঠোর অবস্থান নিয়ে কাজ করছে। ভবিষ্যতেও এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

