আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

শান্তিগঞ্জে বিপুল পরিমাণ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

সুনামগঞ্জ প্রতিনিধি

শান্তিগঞ্জে বিপুল পরিমাণ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

সুনামগঞ্জের শান্তিগঞ্জে থানা পুলিশের অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিজ্ঞাপন

রোববার শান্তিগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এ অভিযান পরিচালনা করা হয়৷ অভিযানে দুই হাজার তিনশত পঞ্চাশ পিস ইয়াবা ট্যাবলেট ও দুইটি মোবাইল ফোনসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, জকিগঞ্জ উপজেলার পীরের চক গ্রামের আব্দুল জালিলের পুত্র হোসেন আহমদ ওরফে সাদ্দাম হোসেন (৩৬), শান্তিগঞ্জ উপজেলার ডুংরিয়া গ্রামের মৃত জমশেদ আলীর পুত্র হাফিজুর রহমান(৩১)।

গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে শান্তিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল আহাদ বলেন, আটক আসামিদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং সোমবার সকালে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

তিনি আরো বলেন, মাদকের বিরুদ্ধে শান্তিগঞ্জ থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে। সমাজ থেকে মাদক নির্মূলে আমরা সর্বোচ্চ কঠোর অবস্থানে আছি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন