প্রতিবাদে এলাকাবাসীর বিক্ষোভ
জেলা প্রতিনিধি, বাগেরহাট
বাগেরহাটের মোরেলগঞ্জ পৌর শহরে সেরেস্তাদারবাড়ী এলাকায় শ্মশানের জমি জবরদখল করে বিক্রির অভিযোগ উঠেছে এলাকার প্রভাবশালী কুবের চন্দ্র হালদারের বিরুদ্ধে। বৃহস্পতিবার বেলা ১১টায় বিক্ষোভ, প্রতিবাদ সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় সনাতন ধর্মাবলম্বীরা। এ বিষয়ে স্থানীয় কাজল কান্তি সহাসহ গ্রামবাসীরা গণস্বাক্ষরে সহকারি কমিশনার (ভূমি) কর্মকর্তার দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেছেন।
প্রতিবাদসভা সংবাদ সম্মেলন থেকে ভুক্তভোগীরা অভিযোগ করে বলেন, দীর্ঘ ৬০/৭০ বছর ধরে সেরেস্তাদারবাড়ী এলাকায় সনাতন ধর্মাবলম্বীদের মৃত্যু ব্যক্তির সৎকারের জন্য প্রায় ৩ শতক জমির ওপরে এ শ্মশানের কার্যক্রম চলে আসছে যা পরবর্তীতে সার্বজনীন শ্মশানে রূপান্তরিত হয়।
সম্প্রতি এলাকার প্রভাবশালী সাব-রেজিস্টি অফিসের অবসরপ্রাপ্ত করণিক কুবের চন্দ্র হালদার শ্মশানের ওই জমি এবং সরকারি খাস সম্পত্তির ভুয়া কাগজপত্র তৈরি করে দখল নিয়ে সেখানে রাতারাতি ঘর তুলে পরবর্তীতে তা বিক্রি করে দেয়। স্থানীয়দের দাবি বেদখলকৃত শ্মশানের উক্ত জমি উদ্ধারের জন্য প্রশাসনের প্রতি জোর বাদী জানান।
প্রতিবাদ সভা ও সংবাদ সম্মেলনে বক্তৃতা করেন সার্বজনীন কেন্দ্রীয় হরিসভা মন্দির কমিটির সাধারণ সম্পাদক দিপক কর্মকার, শ্মশান কমিটির সাধারণ সম্পাদক অসীম কর্মর্কার, সুমন মালি, সঞ্জিব পোদ্দার, জয়দেব রায়, সাবেক ওয়ার্ড কাউন্সিলর নাসিমা বেগম, খোকন শিকদার, আশুতোষ শীলসহ অনেকে।
এ বিষয়ে কুবের চন্দ্র হালদার তার বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বীকার করে বলেন, ১৯৯৫ সালে তার স্ত্রী সুনাতা রানী হালদারের নামে ২৬ শতক জমি ক্রয় করে নিজ নামে মিউটেশন ও খাজনা দিয়ে আসছেন। তিনি কোন শ্মশানের জমি দখল করেননি।
এ সর্ম্পকে সহকারী কমিশনার (ভূমি) বদরুদ্দোজা বলেন, সেরেস্তাদারবাড়ী এলাকার শ্মশানের জমির বিষয়ে স্থানীয়দের অভিযোগ দায়েরের প্রেক্ষিতে সার্ভেয়ারকে নোটিশ প্রদানের জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে। তদন্ত পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বাগেরহাটের মোরেলগঞ্জ পৌর শহরে সেরেস্তাদারবাড়ী এলাকায় শ্মশানের জমি জবরদখল করে বিক্রির অভিযোগ উঠেছে এলাকার প্রভাবশালী কুবের চন্দ্র হালদারের বিরুদ্ধে। বৃহস্পতিবার বেলা ১১টায় বিক্ষোভ, প্রতিবাদ সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় সনাতন ধর্মাবলম্বীরা। এ বিষয়ে স্থানীয় কাজল কান্তি সহাসহ গ্রামবাসীরা গণস্বাক্ষরে সহকারি কমিশনার (ভূমি) কর্মকর্তার দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেছেন।
প্রতিবাদসভা সংবাদ সম্মেলন থেকে ভুক্তভোগীরা অভিযোগ করে বলেন, দীর্ঘ ৬০/৭০ বছর ধরে সেরেস্তাদারবাড়ী এলাকায় সনাতন ধর্মাবলম্বীদের মৃত্যু ব্যক্তির সৎকারের জন্য প্রায় ৩ শতক জমির ওপরে এ শ্মশানের কার্যক্রম চলে আসছে যা পরবর্তীতে সার্বজনীন শ্মশানে রূপান্তরিত হয়।
সম্প্রতি এলাকার প্রভাবশালী সাব-রেজিস্টি অফিসের অবসরপ্রাপ্ত করণিক কুবের চন্দ্র হালদার শ্মশানের ওই জমি এবং সরকারি খাস সম্পত্তির ভুয়া কাগজপত্র তৈরি করে দখল নিয়ে সেখানে রাতারাতি ঘর তুলে পরবর্তীতে তা বিক্রি করে দেয়। স্থানীয়দের দাবি বেদখলকৃত শ্মশানের উক্ত জমি উদ্ধারের জন্য প্রশাসনের প্রতি জোর বাদী জানান।
প্রতিবাদ সভা ও সংবাদ সম্মেলনে বক্তৃতা করেন সার্বজনীন কেন্দ্রীয় হরিসভা মন্দির কমিটির সাধারণ সম্পাদক দিপক কর্মকার, শ্মশান কমিটির সাধারণ সম্পাদক অসীম কর্মর্কার, সুমন মালি, সঞ্জিব পোদ্দার, জয়দেব রায়, সাবেক ওয়ার্ড কাউন্সিলর নাসিমা বেগম, খোকন শিকদার, আশুতোষ শীলসহ অনেকে।
এ বিষয়ে কুবের চন্দ্র হালদার তার বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বীকার করে বলেন, ১৯৯৫ সালে তার স্ত্রী সুনাতা রানী হালদারের নামে ২৬ শতক জমি ক্রয় করে নিজ নামে মিউটেশন ও খাজনা দিয়ে আসছেন। তিনি কোন শ্মশানের জমি দখল করেননি।
এ সর্ম্পকে সহকারী কমিশনার (ভূমি) বদরুদ্দোজা বলেন, সেরেস্তাদারবাড়ী এলাকার শ্মশানের জমির বিষয়ে স্থানীয়দের অভিযোগ দায়েরের প্রেক্ষিতে সার্ভেয়ারকে নোটিশ প্রদানের জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে। তদন্ত পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি এসএম জাহিদুল আওয়াল বর্তমানে চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) প্রশাসনিক কর্মকর্তা হিসেবে কর্মরত।
২১ মিনিট আগেবৈদ্যনাথতলা বা ভাবেরপাড়ায় যে ঐতিহাসিক ঘটনাটি ঘটেছিল, সেখান থেকেই বাংলাদেশের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। পরে সেই স্থানটির নাম দেয়া হয় মুজিবনগর। তিনি কোনোদিন মুজিবনগরেই আসেননি। তার সঙ্গে এই মুজিবনগরের কোনো সম্পর্ক নেই। তাহলে জায়গাটির নাম কেন মুজিবনগর রাখা হলো? এটির নাম হতে পারতো মুক্তিনগর...
২৩ মিনিট আগেআমরা জানি গত ফ্যাসিস্ট আমলে কক্সবাজার সন্ত্রাসের অভয়ারণ্য ছিলো, মাদকের অভয়ারণ্য ছিলো। নারায়নগঞ্জে যেমন গডফাদার ছিল, কক্সবাজারেও গডফাদার ছিল। কক্সবাজারকেও হাসিনার গডফাদার মুক্ত করতে হবে। আমরা নতুন কোনো গডফাদারের আবির্ভাব হতে দিবো না।
৩৭ মিনিট আগে