আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় সারা দেশে দোয়া

আমার দেশ ডেস্ক

খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় সারা দেশে দোয়া

বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে শুক্রবার সারা দেশে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এসব দোয়া মাহফিলে মরহুমার রুহের মাগফিরাত কামনা করা হয় ।

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি জানান, বেগম খালেদা জিয়ার মৃত্যুতে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলাজুড়ে নেমে এসেছে গভীর শোকের আবহ। শোকাহত নেতাকর্মী ও সাধারণ মুসল্লিরা অশ্রুসিক্ত নয়নে দোয়া ও মোনাজাতের মাধ্যমে স্মরণ করছেন আপসহীন দেশনেত্রীকে।

বিজ্ঞাপন

সীতাকুণ্ড উপজেলা ও পৌরসভা বিএনপির উদ্যোগে সপ্তাহব্যাপী শোক কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার মসজিদে মসজিদে খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদ জুমা সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারীস্থ স্টেশন ফকিরা জামে মসজিদে খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। জুমার নামাজে অংশগ্রহণকারী মুসল্লিরা দোয়া মাহফিলে অংশ নিয়ে মরহুমার আত্মার মাগফেরাত কামনা করেন।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-৪ আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক লায়ন আসলাম চৌধুরী। মসজিদের খতিব মাওলানা মামুনুল হক দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন।

বাগেরহাট প্রতিনিধি জানান, খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বাগেরহাট প্রেস ক্লাব ও সদর উপজেলার বিভিন্ন মসজিদে জুমার নামাজের পর সাংবাদিক, রাজনৈতিক দলের নেতাকর্মী ও সাধারণ মানুষের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন সাংবাদিক, বিভিন্ন রাজনৈতিক দলে নেতাকর্মী ও সুশীল সমাজের নেতারা। সবাই খালেদা জিয়ার জীবনী নিয়ে আলোচনা করেন এবং রুহের মাগফিরাত কামনা করে আল্লাহর কাছে দোয়া করেন।

টঙ্গীবাড়ী (মুন্সীগঞ্জ) প্রতিনিধি জানান, খালেদা জিয়ার মৃত্যুতে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার প্রায় সব মসজিদে শুক্রবার জুমার নামাজের পর দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ধর্মপ্রাণ মুসল্লিরা মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং আল্লাহর দরবারে তার জান্নাতুল ফেরদাউস নসিবের প্রার্থনা করেন। দোয়া শেষে মুসল্লিদের মাঝে তবারক বিতরণ করা হয়।

ধামরাই (ঢাকা) প্রতিনিধি জানান, খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় ঢাকার ধামরাইয়ে যুবদলের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। শুক্রবার বাদ জুমা জেলা যুবদলের সভাপতি ইয়াসিন ফেরদৌস মুরাদের ধামরাই উপজেলার কালামপুরের বাসায় এ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন অধ্যাপক এমএ জলিল, আবু তাহের মুকুট, খন্দকার আইয়ুব, এবাদুল হক জাহিদ, হাজী লোকমান দেওয়ান, এনায়েত হোসেন, আব্দুস সালাম, খুররম চৌধুরী টুটুল, ইসতিয়াক আহমেদ ফারুক, মোবারক হোসেন, শাহজাহান হোসেন শিপু, ইসমাইল হোসেন সুমন, শিশির আহমেদ প্রমুখ।

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি জানান, খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় পিরোজপুরের কাউখালী উপজেলার সব মসজিদে বাদ জুমা দোয়া-মোনাজাত করা হয়। এছাড়া উপজেলা বিএনপি কার্যালয়ে সকালে কাউখালী ওলামা দল ও বিকালে উপজেলা ও কলেজ ছাত্রদল আলাদা দোয়া মাহফিলের আয়োজন করে। এ সময় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এইচএম দ্বীন মোহাম্মদ, মনিরুজ্জামান মিয়া, রফিকুল ইসলাম, আল-মাহমুদ সুমন, সোয়াইব সিদ্দিকী, মাওলানা জোবায়ের উপস্থিত ছিলেন।

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি জানান, খালেদা জিয়াসহ কবরবাসীর আত্মার মাগফিরাত কামনায় শুক্রবার মসজিদে মসজিদে মিলাদ ও দোয়া করেছেন ধর্মপ্রাণ মুসলমানরা। বাদ জুমা পৌরসভাসহ উপজেলার ১৩ ইউনিয়নের সব মসজিদে দোয়া অনুষ্ঠানের বিষয়টি নিশ্চিত করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শাহ আলম রাজু। এতে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ ধর্মপ্রাণ মুসল্লিরা উপস্থিত ছিলেন।

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি জানান, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় নেত্রকোনার পূর্বধলা প্রেস ক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলা প্রেস ক্লাব মিলনায়তনে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জায়েজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেনÑজুলফিকার আলী শাহীন, নুর আহমদ খান রতন, ইসমাইল হোসেন খোকন, শফিকুল আলম শাহীন, গোলাম মোস্তফা প্রমুখ।।

মাদারীপুর প্রতি‌নি‌ধি জানান, খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মাদারীপু‌রে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের ডিসি ব্রিজ এলাকায় বিএনপির আয়োজনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় জাহান্দার আলী মিয়া, জাফর আলী মিয়া, তোফাজ্জেল হোসেন সান্টু, মাসুদ পারভেজ, মিজান শিকদার উপস্থিত ছিলেন।

পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি জানান, খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় নওগাঁর পত্নীতলার সব মসজিদে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদ জুমা নজিপুর পৌরসভা ও ১১টি ইউনিয়নের সব মসজিদে এ দোয়া অনুষ্ঠিত হয়।

লক্ষ্মীপুর প্রতিনিধি জানান, খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় লক্ষ্মীপুরে দোয়া মাহফিলের আয়োজন করে ইসলামী ছাত্রশিবির। শুক্রবার সকালে শহর শিবিরের আয়োজনে এ দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শহর শিবিরের সভাপতি ফরিদ উদ্দিন, সেক্রেটারি আবদুল আউয়াল হামদু প্রমুখ।

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি জানান, খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় সোনারগাঁও প্রেস ক্লাব কার্যালয়ে গত বৃহস্পতিবার সন্ধ্যায় মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়।

মোক্তার হোসেন মোল্লার সভাপতিত্বে বক্তব্য দেনÑমোশারফ হোসেন, নজরুল ইসলাম টিটু, আতাউর রহমান, ফজলে রাব্বী সোহেল, আবু বকর সিদ্দিক, অসীত কুমার দাস, আল আমিন তুষার, আক্তার হাবীব, মনির হোসেন, কাজী সেলিম রেজা, রবিউল হুসাইন প্রমুখ । দোয়া পরিচালনা করেন সোনারগাঁ উপজেলা মডেল মসজিদের খতিব মাওলানা মিজানুর রহমান ।

কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি জানান, মাদারীপুরের কালকিনি ও ডাসারে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার মজিদবাড়ী ভরঘাটা জামে মসজিদে বাদ জুমা এ দোয়ার আয়োজন করা হয়। এ সময় মজিদবাড়ী ভরঘাটা জামে মসজিদের ইমাম মাওলানা ওমর ফারুক খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করেন।

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি জানান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মাগফিরাত কামনায় শুক্রবার বিকালে ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলা বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। পৌরসভার নওপাড়া বিএনপি কার্যালয়ে দোয়া ও মাহফিল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফরিদপুর-৪ আসনের বিএনপির প্রার্থী শহিদুল ইসলাম বাবুল খান, সভাপতি আলহাজ খন্দকার ইকবাল হোসেন সেলিম, সহসভাপতি ওয়াহিদ চৌধুরী, সাধারণ সম্পাদক আয়ুব মোল্লা, সাংগঠনিক সম্পাদক তৈমুর লং, অ্যাডভোকেট জহুরুল হক মিঠুন, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান পান্না, শহিদুল হক মিরু মুন্সী, ওবায়দুল আলম সম্রাট, কুতুবউদ্দিন স্মরন, আবু জাফর মুন্সী, মো. জাকির হোসেন, সজিব খান প্রমুখ। এছাড়া বাদ জুমা ১২টি ইউনিয়ন এলাকার মসজিদে দোয়ার আয়োজন করা হয়।

লালপুর (নাটোর) প্রতিনিধি জানান, শুক্রবার বাদ জুমা নাটোরের লালপুর উপজেলার বিভিন্ন মসজিদে খালেদা জিয়ার আত্মার শান্তি কামনায় দোয়া অনুষ্ঠিত। খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় লালপুর উপজেলার দক্ষিণ লালপুর মধ্যপাড়া জামে মসজিদসহ উপজেলার বিভিন্ন মসজিদে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন লালপুর উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক আশিকুর রহমান মুক্তি, লালপুর ইউনিয়ন বিএনপির নেতা কাওছার আলম মুকুল, যুবদল নেতা আরিফুজ্জামান বাপ্পী, সাবান আলী, আবু রায়হান বিদ্যুৎসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ স্থানীয় মুসল্লিরা।

ধুনট (বগুড়া) প্রতিনিধি জানান, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বগুড়ার ধুনটে ছাত্রদলের আয়োজনে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় শুক্রবার বাদ জুমা ধুনট বাজার কেন্দ্রীয় জামে মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন মুফতি মাওলানা ফয়জুল্লাহ কাশেমী। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বগুড়া জেলা ছাত্রদল নেতা আসাদুল ইসলাম আসাদ, ফজলে রাব্বী, ধুনট উপজেলা ছাত্রদল নেতা আলম হাসান, মিশুক বাবু সম্রাট তালুকদার, আশিকুল কবির স্মরণ, রবিউল ইসলাম রতন, আল মামুন, আতিকুর রহমান আতিক, হাসান মাহমুদ অপূর্ব, শুভ মিয়া, পৌর ছাত্রদল নেতা শাহাদত হোসেন, হুসাইন নিষাদ, জাকারিয়া প্রমুখ।

জামালগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি জানান, শুক্রবার বিকালে জামালগঞ্জ উপজেলা বিএনপির কার্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন উপজেলা কেন্দ্রীয় মসজিদের ইমাম মাওলানা নূর উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির নেতা আব্দুল মালিক নূরে আলম ফরাজি, নাজিম উদ্দীন, ফজলুল হক, হানিফ মিয়া, যুবদল নেতা মোজাম্মেল হক স্বপন, আবুল লেইছ, স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি জানান, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় লক্ষ্মীপুরের রায়পুরে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বাদ আসর রায়পুর বড় মসজিদে আয়োজিত এ দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়পুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট মনিরুল ইসলাম হাওলাদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি নাজমুল ইসলাম মিঠু, পৌর বিএনপির সভাপতি এবিএম জিলানীসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

দোয়া মাহফিল শেষে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাতে মহান আল্লাহর দরবারে খালেদা জিয়ার জন্য জান্নাতুল ফেরদৌসের উচ্চ মাকাম কামনা করা হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন