‘আমার দেশ’ সম্পাদকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে ঝালকাঠিতে মানববন্ধন

জেলা প্রতিনিধি, ঝালকাঠি
প্রকাশ : ২৩ এপ্রিল ২০২৫, ১৪: ৫৩

মেঘনা গ্রুপের চেয়ারম্যান ও ৭১ টিভির মালিক ফ্যাসিবাদের দোসর মোস্তফা কামাল কর্তৃক আমার দেশ এর মজলুম সম্পাদক মাহমুদুর রহমান সহ পত্রিকাটির কয়েকজন সাংবাদিকদের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন করেছে আমার দেশ পাঠক মেলা ঝালকাঠি জেলা শাখা।

বিজ্ঞাপন

বুধবার দুপুরে ঝালকাঠি প্রেসক্লাবের সামনে এ মানববন্ধনেন অংশ নেন পত্রিকার পাঠক ও সাংবাদিক ছাত্রসহ বিভিন্ন শ্রেণি পেশার প্রতিনিধিবৃন্দ আমার দেশ এর ঝালকাঠি জেলা প্রতিনিধি শফিউল আজম টুটুলের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন ঝালকাঠি সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আককাস সিকদার, দৈনিক দুরযাত্রার সম্পাদক জিয়াউল হাসান পলাশ, টেলিভিশন সাংবাদিক সমিতির সভাপতি আজমীর হোসেন তালুকদার, এনসিপির জেলা সংগঠক মাইনুল ইসলাম মান্না, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মাহবুবুর রহমান শাহিন, সাংবাদিক সংস্থার জেলা সভাপতি এমদাদুল হক স্বপন, ইসলামী ছাত্র শিবিরের জেলা সেক্রেটারি এনামুল হাসান, আমার দেশ এর নলছিটি উপজেলা প্রতিনিধি কুদ্দুস তালুকদার, কাঠালিয়া উপজেলা প্রতিনিধি ফয়সাল আহমেদ ও রাজাপুর উপজেলা প্রতিনিধি বুলবুল আহমেদ।

মানববন্ধনে বক্তারা বলেন, ফ্যাসিবাদের দোসর মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামাল বিগত দিনে তার মালিকানাধীন ৭১ টিভির মাধ্যমে পতিত আওয়ামী সরকারের নির্লজ্জ দালালী করেছেন। এখন আমার দেশ পত্রিকায় তার দুর্নীতির খবর প্রকাশিত হওয়ায় এই দোসর আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের বিরুদ্ধে মামলা দেয়ার ধৃষ্টতা দেখিয়েছে। বক্তারা অবিলম্বে মোস্তফা কামালকে গ্রেফতার এবং পতিত আওয়ামী সরকারের প্রচারযন্ত্র ৭১ টিভি বন্ধ করে দেযার দাবি জানান।

মানববন্ধনে সভাপতিত্ব করেন আমার দেশ পাঠক মেলার ঝালকাঠি জেলা সভাপতি আশিকুর রহমান সাগর।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত