শিবচরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

উপজেলা প্রতিনিধি, শিবচর (মাদারীপুর)
প্রকাশ : ১৩ মার্চ ২০২৫, ১৭: ২৩

মাদারীপুর জেলার শিবচরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোঃ মাজেদ মিয়া(৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

বিজ্ঞাপন

বুধবার রাত ৮ টার দিকে মাদবরচর ইউনিয়নের পাচ্চর গার্লস স্কুল রোডের পাশে মোঃ ফজলু সরকারের নির্মাণাধীন ভবনের কাজ করার সময় পাশের বৈদ্যুতিক তারের সাথে লেগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এ দুর্ঘটনা ঘটে। তিনি পেশায় নির্মাণ শ্রমিকের ঠিকাদার ছিলেন। নিহত মোঃ মাজেদ মিয়া গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার মনোহরপুর খামার বালুয়া গ্রামের আব্দুল আজ্জাত এর ছেলে।

জানা গেছে, পাচ্চর গার্লস স্কুল রোডের পাশে মোঃ ফজলু সরকারের নির্মাণাধীন শপিং কমপ্লেক্স ভবনের ছাদের উপর দিয়ে লোহার রড নিয়ে যাওয়ার সময় বিদ্যুতের তারের সাথে লেগে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।

শিবচর থানার এস আই ওলিয়ার রহমান বলেন,খবর পাওয়ার সাথে সাথেই আমরা ঘটনাস্থলে চলে আসি। নির্মাণাধীন ভবনে কাজ করার সময় বৈদ্যুতিক তারের সাথে লেগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোঃ মাজেদ মিয়া নামের একজনের মৃত্যু হয়েছে। পরবর্তীতে আমরা যথাযথ আইনগত ব্যবস্থা নেব '।

জৈন্তাপুরে ‘বিজিবির’ গুলিতে যুবকের মৃত্যুর অভিযোগ

নির্বাচনের আগে উপদেষ্টা পরিষদের মধ্যেও শুদ্ধি অভিযান জরুরি

দুদিনব্যাপী মেহেদী উৎসব ইবি ‘ছাত্রী সংস্থা’র প্রকাশ্য কার্যক্রম শুরু

বার্ষিক পরীক্ষার আগেই স্কুল-কলেজ ম্যানেজিং কমিটি নির্বাচনের দাবি

‘মুসলমানদের মতো হইয়ো না’ বলা জাভেদকে ধুয়ে দিলেন লাকি আলী

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত