দাউদকান্দিতে প্রশাসনের উদ্যোগে বাজার মনিটরিং

উপজেলা প্রতিনিধি, (দাউদকান্দি) কুমিল্লা
প্রকাশ : ০২ মার্চ ২০২৫, ১৬: ২৫

পবিত্র রমজান মাসকে সামনে রেখে দ্রব্যমূল্যের বাজার স্থিতিশীল রাখার লক্ষ্যে দাউদকান্দি উপজেলা প্রশাসন কর্তৃক উপজেলার বৃহৎ দুইটি বাজার মনিটরিং করা হয়।

বিজ্ঞাপন

রোববার সকাল ১১ টায় দাউদকান্দি সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেদওয়ান ইসলাম দাউদকান্দি পৌর বাজারের বিভিন্ন ব্যবসায়ী ও স্থানীয় জনগণকে সাথে নিয়ে সচেতনতামূলক ক্যাম্পেইন পরিচালনা করেন। মাছ, মাংস, মুদি, তরকারি, চাউল বাজার সহ বিভিন্ন ক্যাটাগরির নেতৃস্থানীয় ব্যবসায়ীবৃন্দ ও দাউদকান্দি পৌর বিএনপি'র আহ্বায়ক নূর মোহাম্মদ সেলিম সরকার এসময় উপস্থিত ছিলেন এবং প্রত্যেকেই নিজ নিজ জায়গা থেকে বাজার স্থিতিশীল রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।

পরে বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশ সদস্যদের সমন্বয়ে উপজেলার গৌরীপুর বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। সুনির্দিষ্ট কিছু অভিযোগের প্রেক্ষিতে পরিচালিত এই অভিযানে ৪টি প্রতিষ্ঠানকে বিভিন্ন অপরাধে মোট ১৪ হাজার টাকা অর্থদণ্ড আরোপ করা হয়।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত