পবিত্র রমজান মাসকে সামনে রেখে দ্রব্যমূল্যের বাজার স্থিতিশীল রাখার লক্ষ্যে দাউদকান্দি উপজেলা প্রশাসন কর্তৃক উপজেলার বৃহৎ দুইটি বাজার মনিটরিং করা হয়।
রোববার সকাল ১১ টায় দাউদকান্দি সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেদওয়ান ইসলাম দাউদকান্দি পৌর বাজারের বিভিন্ন ব্যবসায়ী ও স্থানীয় জনগণকে সাথে নিয়ে সচেতনতামূলক ক্যাম্পেইন পরিচালনা করেন। মাছ, মাংস, মুদি, তরকারি, চাউল বাজার সহ বিভিন্ন ক্যাটাগরির নেতৃস্থানীয় ব্যবসায়ীবৃন্দ ও দাউদকান্দি পৌর বিএনপি'র আহ্বায়ক নূর মোহাম্মদ সেলিম সরকার এসময় উপস্থিত ছিলেন এবং প্রত্যেকেই নিজ নিজ জায়গা থেকে বাজার স্থিতিশীল রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।
পরে বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশ সদস্যদের সমন্বয়ে উপজেলার গৌরীপুর বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। সুনির্দিষ্ট কিছু অভিযোগের প্রেক্ষিতে পরিচালিত এই অভিযানে ৪টি প্রতিষ্ঠানকে বিভিন্ন অপরাধে মোট ১৪ হাজার টাকা অর্থদণ্ড আরোপ করা হয়।

