আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

মামার হামলায় মারা গেলো ভাগিনা

উপজেলা প্রতিনিধি, রামু (কক্সবাজার)

মামার হামলায় মারা গেলো ভাগিনা

কক্সবাজারের রামু উপজেলার চাকমারকুল ইউনিয়নের মোয়াজ্জেমের দ্বীপ এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে সংঘটিত হামলায় আহত ভাগিনা মো. রহমতুল্লাহ (২৮) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। গত শনিবার রাত ৭টা ৩০ মিনিটে কক্সবাজার সদর হাসপাতালে তার মৃত্যু হয়।

বিজ্ঞাপন

পরিবারের বরাতে জানা গেছে, ১৪ নভেম্বর জুমার নামাজের পর সুপারি পাড়া নিয়ে জমি সংক্রান্ত বিরোধের জেরে রহমতুল্লাহর সাথে তার মামা নূরুল হকের বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে নূরুল হক, তার ছেলে মনজুর আলম, নবী আলম, মনসুর এবং তার মেয়ের জামাই আব্দুর রহিমসহ আরও কয়েকজন রহমতুল্লাহর ওপর ধারালো দা ও লাঠি নিয়ে হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন।

পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করেন। ৯ দিন চিকিৎসাধীন থাকার পর রোববার রাতে তিনি মারা যান। রহমতুল্লাহ চাকমারকুল মোয়াজ্জেমের দ্বীপ এলাকার আব্দুস সালামের ছেলে বলে জানা যায়।

রামু থানার ওসি (তদন্ত) মো. ফরিদ জানান, এ বিষয়ে রামু থানায় মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে অভিযান চালিয়েছি।

রহমতুল্লাহর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার ও বিচার দাবি করেছেন স্থানীয়রা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন