ময়মনসিংহে বাসে দুর্বৃত্তের আগুন, পুড়ে মরলেন ঘুমন্ত চালক

আমার দেশ অনলাইন
প্রকাশ : ১১ নভেম্বর ২০২৫, ১০: ৪৩
আপডেট : ১১ নভেম্বর ২০২৫, ১১: ১৩
ছবি: সংগৃহীত

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় আলম এশিয়া পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এসময় বাসের সিটে ঘুমিয়ে থাকা চালক জুলহাস মিয়া (৩৫) অগ্নিদগ্ধ হয়ে মারা গেছেন। জুলহাস মিয়ার বাড়ি ৭ নং ইউনিয়নের কৈয়ারচালায়। বাবার নাম সাজু মিয়া।

বিজ্ঞাপন

সোমবার রাত তিনটার দিকে এ ঘটনা ঘটে। ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রোকনুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাসটি ময়মনসিংহের ফুলবাড়িয়ায় আসে। রাত ২টা ৪৫ মিনিটে বাসটি তেল নেয়ার জন্য পেট্রোল পাম্পের সামনে এলে সব যাত্রীরা নেমে যান। বাসের ভেতরে ছিলেন চালক জুলহাস। এসময় তিন দুর্বৃত্ত এসে বাসে আগুন দিয়ে তাৎক্ষণিক চলে যায়। অগ্নিসংযোগের ঘটনায় তদন্ত চলছে এবং এ ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশ ব্রাঞ্চ ক্যাম্পাস পরিদর্শন

সাঘাটায় ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বিষপানে যুবকের আত্মহত্যা

এসএসসি পরীক্ষার্থীকে অপহরণের পর ধর্ষণ মামলায় প্রধান শিক্ষকের যাবজ্জীবন

গাজায় এক মাসে ২৮২ বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে ইসরাইল

আপত্তির মুখে রাঙামাটি জেলা পরিষদের অধীনে শিক্ষক নিয়োগ স্থগিত

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত