বান্দরবানের লামায় হত্যা মামলা তুলে নিতে পরিবারকে হুমকি

উপজেলা প্রতিনিধি, লামা (বান্দরবান)
প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৩: ৩৫

বান্দরবানের লামা উপজেলায় বহুল আলোচিত আলমগীর হত্যাকাণ্ডের মামলা তুলে নিতে গুম ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। দীর্ঘ ছয় বছরেও মামলার আসামীরা গ্রেপ্তার না হওয়ায় বর্তমানে নিহতের পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে অভিযোগ নিহতের পরিবারের।

বিজ্ঞাপন

জানা গেছে, ২০১৯ সালের ২৩জুলাই বান্দরবানের লামা উপজেলার সরই ইউনিয়নের পুলাংপাড়ায় নিজ মুরগী ফার্ম থেকে বাড়িতে ফেরার পথে মো: আলমগীরকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করে সন্ত্রাসীরা। ওই হত্যাকাণ্ডের পর লামা থানা পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা অভিযান চালিয়ে সায়মন ত্রিপুরা ও বীর বাহাদুর ত্রিপুরা নামে দুজনকে আটক করে। ওইসময় তারা জনৈক সেলিম উদ্দিনসহ ৬ জন মিলে আলমগীরকে হত্যা করেছে বলে ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তি দেয়। পরবর্তীতে আটক হওয়া সাবের আহমদ নামে আরেক আসামীও একই স্বীকারোক্তি দিয়েছিলেন। কিন্তু এখনো পর্যন্ত হত্যাকাণ্ডের মূল হুতা খুনি সেলিম, জয়নাল আবেদিন ভেট্টো ও তার ভাই জমির উদ্দিনকে গ্রেফতার না করায় ক্ষোভ প্রকাশ করেছেন নিহতের ভাই মোহাম্মদ দস্তগীর মানিক। তাঁর অভিযোগ বর্তমানে খুনিরা নতুন করে গুম, হত্যার হুমকি দিচ্ছে।

নিহতের বাবা মোহাম্মদ আলী জানান, সম্প্রতি রাজধানী ঢাকার মতিঝিল সুন্দরবন কুরিয়ার সার্ভিস শাখা থেকে খামে লেখা একটি চিঠি পান। যেখানে কয়েকটি পত্রিকার কাটিং ও সাদা কাগজে লেখা ছিলে ‘তোর ছেলে আলমগীর হত্যা মামলা যতদ্রুত সম্ভব প্রত্যাহার করিয়া নিবি। অন্যথায় তুই এবং তোর পরিবার নির্বংশ হওয়ার জন্য প্রস্তুতি থাকিস’। খুনিদের এমন হুমকির ঘটনায় বর্তমানে নিহত আলমগীরের পরিবারে নতুন করে শঙ্কা দেখা দিয়েছে।

এই ব্যাপারে নিহতের স্ত্রী পারভিন আক্তার মুন্নি জানান, স্বামী হারানোর পর এখন তার পরিবারের অন্যান্য সদস্যরাও নিরাপত্তাহীনতায় ভুগছেন। সম্প্রতি উড়ো চিঠির মাধ্যমে হুমকির ঘটনায় তার শ্বশুর লামা থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। যার নং - ১১৪৩। তাই দ্রুত এই হত্যাকাণ্ডে জড়িতদের বিচার চান তারা।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত