জিপিএ ৫ পেয়েও কলেজে পড়ার খরচ নিয়ে শঙ্কা

ইউনুছ আনছারী, বোয়ালখালী (চট্টগ্রাম)
প্রকাশ : ১৩ জুলাই ২০২৫, ০৫: ৩৪

পিতৃহীন নিদারুণ অভাবের সংসারে ঠিকমতো দুবেলা দুমুঠো খাবারও জোটেনি মেধাবী শিক্ষার্থী মনীষার। ঠিকমতো সে পড়তে পারেনি ভালো পোশাক। নিত্যদিনের পরিবারের অভাবকে জয় করে এ বছর এসএসসিতে বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ ৫ পেয়ে এলাকাবাসীকে তাক লাগিয়ে দিয়েছে বোয়ালখালীর মনীষা।

বোয়ালখালী পশ্চিম শাকপুরা ইউনিয়নের ২নং ওয়ার্ডের পদ্মা পুকুর এলাকার মরহুম মফজল আহমদ ও মনোয়ারা বেগমের মেয়ে চর কিজিরপুর হাজী মোহাম্মদ জানে আলম উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী মোছাম্মৎ ফজিলাতুন্নেছা মনীষা।

বিজ্ঞাপন

এলাকাবাসী জানান, মনীষা ছয় বছর বয়সে ঈদের দিন ভোরে তার বাবাকে হারিয়েছে। হতদরিদ্র পরিবারে জন্ম নেওয়া মনীষার মা মনোয়ারা বেগম জানান, স্বামী মারা যাওয়ার পর আর্থিক সংকটে পাঁচ সন্তানদের পড়াশোনা ও দুবেলা দুমুঠো খাবার নিয়ে মহাসংকটে পড়ে যাই। সামান্য কিছু ধানি জমিতে চাষ করি, তাতেও পরিবার চলে না । এরপর সংসার চালানোর জন্য উপায় না দেখে ক্লাবে বিয়ের অনুষ্ঠানে রান্নাবান্নার কাজ করেছি, আর্থিক সংকটে থাকার পরও মেয়েদের পড়ালেখা বন্ধ করিনি। অনেক সময় না খেয়ে স্কুলে যেতে হয়েছে আমার মেয়েদের, মেয়ের সাফল্যে আমি মহা খুশি। এখন কলেজে ভর্তি হলে কীভাবে লেখাপড়ার খরচ আসবে, সে চিন্তায় পড়েছি ।

হাজী মোহাম্মদ জানে আলম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল হাকিম বলেন, হতদরিদ্র পরিবারের মেয়ে মনীষা অত্যন্ত ভদ্র। বিদ্যালয়ে সে সবসময় চুপচাপ থাকত, ক্লাসে সবসময় থাকত মনোযোগী। মনীষা জিপিএ ৫ পাওয়ায় বিদ্যালয়ের সব শিক্ষক-কর্মচারী অত্যন্ত খুশি।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত