নিহতদের স্বজনের চোখের পানি থামছে না কিছুতেই

আমার দেশ ডেস্ক
প্রকাশ : ২৫ জুলাই ২০২৫, ০৫: ৫৬
টাঙ্গাইলের মির্জাপুরে ছেলে হারানোর শোকে স্বজনদের আহাজারি

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় নিহতদের স্বজনের আহাজারি কিছুতেই থামছে না ।চলছে শোকের মাতম ।

মেহেরপুর প্রতিনিধি জানান,মেয়ে ঝুমঝুম খাতুনকে স্কুল থেকে আনতে গিয়ে লাশ হয়ে ফিরল মা উম্মে হাবিবা রজনী। ঢাকায় বিমান দুর্ঘটনায় প্রাণ হারানো উম্মে হাবিবা রজনীর (৩৭) মৃত্যুর খবরে শোকে স্তব্ধ মেহেরপুরের গাংনী উপজেলার তার নিজ বাবার বাড়ি মটমুড়া ইউনিয়নের বাওট গ্রামের স্কুল পাড়ার পরিবারের স্বজন ও গ্রামবাসীরা। গত মঙ্গলবার ভোর ৪টায় নিহত রজনীর মরদেহ গ্রামের বাড়িতে এসে পৌঁছালে পরিবার-পরিজন ও গ্রামবাসীর আহাজারিতে ভারী হয়ে ওঠে পরিবেশ। কান্নায় ভেঙে পড়েন নিহতের মা, ভাইবোন ও প্রতিবেশীরা। স্বজনদের সেই আহাজারি যেন থামছে না ।

বিজ্ঞাপন

লক্ষ্মীপুর প্রতিনিধি জানান,রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় দগ্ধ হয়ে সপ্তম শ্রেণির ছাত্র সায়ান ইউসুফের (১৪) মৃত্যু হয়েছে। সোমবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার মৃত্যুতে গ্রামের বাড়িতে শোকের মাতম চলছে।

মঙ্গলবার দুপুর পৌনে ১টার দিকে সায়ানের মরদেহ বশিকপুরের গ্রামের বাড়িতে আনা হয়। বিকাল ৩টায় বশিকপুরের গ্রামের বাড়িতে জানাজা শেষে সায়ানের মরদেহ দাফন করা হয়েছে।

চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধি জানান, রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহত ফাতেমা আক্তার আনিশার গ্রামের বাড়ি চিতলমারীতে চলছে শোকের মাতম। সোমবার তার মৃত্যুর খবর গ্রামে ছড়িয়ে পড়লে স্বজনদের আহাজারিতে চিতলমারীর কুনিয়া গ্রামের আকাশ ভারী হয়ে ওঠে। অনাকাঙ্ক্ষিত এমন মৃত্যু কেউ মেনে নিতে পারছে না। নিহত ফাতেমা আক্তার আনিশা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বাংলা ভার্সনের তৃতীয় শ্রেণির ছাত্রী ছিল। মঙ্গলবার ভোরে ফাতেমার মরদেহ গ্রামের বাড়িতে আনা হলে এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। মেয়ে ফাতেমার চিরবিদায় মেনে নিতে পারছে না মা রুপা। তিনি বাকরুদ্ধ হয়ে পড়ে আছেন।

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি জানান,আমেরিকা গিয়ে লেখাপড়া করে দেশে ফিরে তোমাদের মুখ উজ্জ্বল করব। আমি অনেক বড় কিছু হতে চাই। ছেলের কথাগুলো বলেই বিলাপ করে কাঁদছেন মেধাবী তানভীর আহমেদের মা লিপি বেগম। তিনি বলেন, আমার বুকের ধন কোথায় চলে গেল। তোমরা আমার কলিজার টুকরাকে ফিরিয়ে দাও।

এদিকে তানভীরের বাড়িতে গিয়ে দেখা গেছে, পরিবারে চলছে শোকের মাতম। বাবা রুবেল ছেলে হারানোর কষ্টে বাকরুদ্ধ হয়ে গেছেন। মা লিপি বেগম বিলাপ করে কাঁদছেন আর ছেলের বিভিন্ন স্মৃতির কথা বলছেন।

দৌলতখান (ভোলা) প্রতিনিধি জানান, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় দৌলতখানের নাদিয়ার মৃত্যুর একদিন পর বুধবার রাতে অবশেষে ছোট ভাই নাফিও মারা গেছে। নাদিয়া ও নাফির মৃত্যুতে বাবা মায়ের আহাজারিতে আকাশ-বাতাস ভারী হয়ে উঠছে। তাহিয়া তাবাচ্ছুম নাদিয়া মাইলস্টোন স্কুলের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ও ছোট ভাই আরিয়ান আশরাফ নাফি ওই বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিলেন। দুর্ঘটনায় শিকার একই পরিবারের দুই সন্তানকে হারিয়ে সন্তান হারা বাবা-মা শোক সইতে না পেরে বারবার মাটিতে লুটিয়ে পড়ে আহাজারি করছেন। হৃদয়বিদারক মর্মান্তিক এ দুর্ঘটনায় দুই শিক্ষার্থীর মৃত্যুতে আত্মীয়স্বজনরাও শোকে হত বিহ্বল হয়ে পড়েছে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত