ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগরে অপহরণের ৬ দিন পর ব্যবসায়ী নয়ন দাস (২৬) কে ২১ মার্চ রাতে ঢাকা থেকে অভিযান চালিয়ে উদ্ধার করেছে পুলিশ। অপহরণের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে পাঁচজনকে।
নাসিরনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খায়রুল আলম আমার দেশকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, উদ্ধারের বিষয়টি নিয়ে সাংবাদিকদের বিস্তারিত জানাবেন জেলা পুলিশ সুপার। তিনি জানান নয়ন দাস উদ্ধার হয়েছেন, পাশাপাশি পাঁচ অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়েছে।
নাসিরনগর উপজেলার ফান্দাউক ইউনিয়নের ফান্দাউক বাজার থেকে গত রোববার (১৬ মার্চ) সকালে নয়ন দাসকে অপহরণ করা হয়। তিনি ফান্দাউকের রামু চন্দ্র দাসের ছেলে। অপহরণের মাত্র ১০ দিন আগে বিয়ে করেছিলেন তিনি।
নয়নের পরিবার সূত্রে জানা যায়, অপহরণকারীদের দাবি সোমবার (১৭ মার্চ) সকাল ১০টার মধ্যে ১০ লাখ টাকা মুক্তিপণ দিলে নয়নকে নিরাপদে ফেরত দেওয়া হবে, বিষয়টি পুলিশ বা অন্য কারও কাছে জানালে প্রাণে মেরে ফেলার হুমকিও দিয়েছিল। তবে তাদের দেওয়া নির্দিষ্ট সময় পার হয়ে গেলেও অপহরণকারীদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। সন্তানকে ফিরে পেতে বিভিন্ন মাধ্যম থেকে অর্থ জোগাড় করলেও অপহরণকারীদের মোবাইল নম্বর বন্ধ পাওয়া যায়।
এরই মধ্যে ৬ দিন পর নয়ন দাসকে উদ্ধার করছে পুলিশ। এই অপহরণের ঘটনায় নয়ন দাসের পরিবারের অজানা শঙ্কা ও উদ্বেগের মধ্যে ছিলেন।

