আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

আমতলীতে ডেঙ্গু আক্রান্ত ইমামের মৃত্যু, নতুন আক্রান্ত ৪

উপজেলা প্রতিনিধি, আমতলী (বরগুনা)

আমতলীতে ডেঙ্গু আক্রান্ত ইমামের মৃত্যু, নতুন আক্রান্ত ৪

বরগুনার আমতলীতে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাফেজ মো. আব্দুল হক (৫৫) নামের এক মাদ্রাসা শিক্ষক ও মসজিদের ইমামের মৃত্যু হয়েছে।

সোমবার দুপুরে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

বিজ্ঞাপন

মৃত হাফেজ আব্দুল হক আমতলী উপজেলার গুলিশাখালী ইউনিয়নের উত্তর খেকুয়ানী রশিদিয়া নুরানী হাফিজিয়া মাদ্রাসার নূরানী বিভাগের শিক্ষক এবং স্থানীয় একটি মসজিদের ইমাম ছিলেন।

এদিকে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৪ জন রোগী ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন। আক্রান্তরা হলেন—কুকুয়া ইউনিয়নের কৃষ্ণনগর গ্রামের মো. বশির উদ্দিন (২৬), চাওড়া ইউনিয়নের বেতমোড় গ্রামের বকুল নেছা (৮০), চন্দ্রা গ্রামের খলিল গাজী (৪০) এবং বরগুনা সদর উপজেলার আয়লা পাতাকাটা গ্রামের কাওসার (২২)।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বশীল চিকিৎসক জানান, বর্তমানে আক্রান্তদের নিবিড় পর্যবেক্ষণে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। ডেঙ্গুর প্রাদুর্ভাব রোধে স্থানীয়দের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন তিনি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন