আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

দুমকিতে অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন

উপজেলা প্রতিনিধি, দুমকি (পটুয়াখালী)

দুমকিতে অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন

পটুয়াখালীর দুমকিতে লোহালিয়া নদীর তীরবর্তী সন্তোষদি এলাকায় ফেমাস ব্রিক্স নামের ইটভাটা উচ্ছেদ করেছে জেলা প্রশাসন।

রোববার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজন বসাকের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত স্ক্যাভেটর দিয়ে উচ্ছেদ অভিযান চালায়। এ সময় পুলিশ, সেনাবাহিনী ও ফায়ার সার্ভিস সদস্যরা সহযোগিতা করেন।

বিজ্ঞাপন

নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজন বসাক আমার দেশকে বলেন, ২০১৩ সালের আইন অনুযায়ী ইট প্রস্তুত ও ভাটা স্থাপন করতে হয়। এই ভাটাটি স্থাপন করতে তার কোনোটি অনুসরণ করেনি। জেলাপ্রশাসক ও পরিবেশ অধিদপ্তর থেকেও কোনো লাইসেন্স গ্রহণ করেনি। আমরা বার বার তাদেরকে নোটিশ দেয়ার পরও তারা ইট প্রস্তুতের কাজ চালিয়ে যাচ্ছিল।

স্থানীয় সূত্র জানায়, গত বছর আংশিক উচ্ছেদের পরও ভাটা মালিকরা পুনরায় অবৈধভাবে ভাটা চালু করে। জেলা প্রশাসন আবার অভিযান পরিচালনা করে ইটভাটাটি সম্পূর্ণ গুড়িয়ে দেয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন