আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

বাকেরগঞ্জে আ.লীগ সভাপতিসহ ৩ নেতা গ্রেপ্তার

উপজেলা প্রতিনিধি, বাকেরগঞ্জ (বরিশাল)

বাকেরগঞ্জে আ.লীগ সভাপতিসহ ৩ নেতা গ্রেপ্তার

বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় 'অপারেশন ডেভিল হান্ট' অভিযানে গত ২৪ ঘণ্টায় তিন আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন পৌর আওয়ামী লীগের সভাপতি মশিউর রহমান জোমাদ্দার, কলসকাঠী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মোকলেছুর রহমান হাওলাদার ও নিয়ামতি ইউনিয়নের আওয়ামী লীগ নেতা মিজানুর রহমান মানিক।

বিজ্ঞাপন

রোববার সকাল ১০টায় তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত নেতাদের বিরুদ্ধে বাকেরগঞ্জ থানায় একাধিক মামলা রয়েছে। এর মধ্যে ২০২২ সালের ২৭ আগস্ট গারুরিয়া ইউনিয়নে বিএনপির একটি সাংগঠনিক সভায় আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা চালালে স্বেচ্ছাসেবক দলের সদস্য হাসান সিকদার বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। সেই মামলায় মশিউর রহমান জোমাদ্দার ও মো. মোকলেছুর রহমান হাওলাদারকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

চলতি বছরের ১৪ জুন নিয়ামতি ইউনিয়নের ব্যবসায়ী নজরুল ইসলাম দায়ের করা একটি মামলায় মিজানুর রহমান মানিককে গ্রেপ্তার করা হয়।

এছাড়া, মোখলেছুর রহমানের বিরুদ্ধে ঢাকার যাত্রাবাড়ী ও ধানমন্ডি থানায় দুইটি হত্যা মামলা রয়েছে।

বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম আজাদ জানান, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে থানায় মামলা রয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন