বাকেরগঞ্জে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

উপজেলা প্রতিনিধি, বাকেরগঞ্জ (বরিশাল)
প্রকাশ : ১৮ আগস্ট ২০২৫, ১১: ১৮

বরিশালের বাকেরগঞ্জে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ নেতা ফয়সাল আহমেদ রাজুকে (২৮) গ্রেপ্তার করেছে পুলিশ।

বিজ্ঞাপন

রোববার রাতে উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের বাহাদুরপুর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত ছাত্রলীগ নেতা ফয়সাল আহমেদ রাজু কেন্দ্রীয় যুবলীগ নেতা মতিউর রহমান বাদশার ঘনিষ্ঠ সহযোগী ছিলেন।

বাকেরগঞ্জ থানার ওসি আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, নাশকতার উদ্দেশ্যে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী বৈঠক করছেন, এমন খবর পেয়ে বাহাদুরপুর গ্রামে অভিযান চালায় পুলিশ। অভিযানকালে রাজুকে গ্রেপ্তার করা হয়। এ সময় অন্যরা পালিয়ে যায়।

পুলিশ সূত্রে আরো জানা যায়, গ্রেপ্তারকৃত ছাত্রলীগ নেতা রাজুর নামে ঢাকার উত্তরা পশ্চিম থানায় বিস্ফোরক আইনে মামলা রয়েছে।

গভীর রাতে বিএনপি নেতার বিরুদ্ধে ওএমএসের চাল বিক্রির অভিযোগ

শপথ নিলেন পিএসসির নতুন সদস্য আফতাব হোসেন

মোটরবাইক নিষেধাজ্ঞায় বিলিয়ন ডলারের বাজার হারানোর শঙ্কায় ভিয়েতনাম

বিএনপি নেতার চাপে জুলাই হত্যা মামলার দুই আসামিকে ছেড়ে দিলেন ওসি

সাবেক আইজিপি মামুন অন্যের ঘাড়ে বন্দুক রেখে বাঁচার চেষ্টা করছেন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত