
প্রতিনিধি, কুয়াকাটা (পটুয়াখালী)

পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে জেলে জসিম মোল্লার জালে ধরা পড়েছে ৮০ কেজি ওজনের এক বিশালাকৃতির ফ্লাইং ফিস বা পাখি মাছ, যা স্থানীয়ভাবে ‘গোলপাতা মাছ’ নামেও পরিচিত।
রোববার (১৬ নভেম্বর) সকালে মাছটি কুয়াকাটা মৎস্য মার্কেটে আনা হলে মেসার্স সানজিদা ফিস’-এর মালিক রফিক পাটোয়ারী ৩১২ টাকা কেজি দরে মোট ২৪ হাজার ৯৬০ টাকায় মাছটি কিনে নেন। এসময় মাছটি এক নজর দেখতে ভিড় জমায় স্থানীয় উৎসুক জনতা।
জেলে জসিম মোল্লা জানান, সমুদ্রে জাল ফেললে অন্যান্য মাছের সাথে বিরল এই পাখি মাছটি উঠে আসে। তবে স্থানীয়ভাবে এর চাহিদা কম থাকায় প্রত্যাশিত দাম পাননি তিনি।
মাছটি কিনে নেওয়া ব্যবসায়ী রফিক পাটোয়ারী বলেন, ‘এ সচরাচর খুব একটা পাওয়া যায় না। দেশের বড় রেস্টুরেন্টগুলোতে এর ভালো চাহিদা রয়েছে। একই সঙ্গে বিদেশেও এ মাছ রপ্তানি করা হয়। মাছটি কেটে ককসিট করে ঢাকায় পাঠাব। আশা করি ভালো দাম পাব।’
মৎস্য আড়তদার ও স্থানীয় জেলেদের মতে, মাছটির পিঠে বিশাল পাখনার মতো অংশ থাকায় একে গোলপাতা বা পাখি মাছ বলা হয়। আন্তর্জাতিকভাবে পরিচিত নাম ‘সেইল ফিশ’। এটি মহাসাগরের সবচেয়ে দ্রুতগতির মাছগুলোর একটি, ঘণ্টায় ১১০ থেকে ১৩০ কিলোমিটার গতিতে ছুটতে সক্ষম। শিকার ধরতে গিয়ে রং পরিবর্তনের ক্ষমতাও রয়েছে এর।
কলাপাড়া উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা আমার দেশকে বলেন, ‘পাখি মাছ গভীর সমুদ্রের মাছ। এর বৈজ্ঞানিক নাম সেইল ফিশ (Sail-Fish)। এ অঞ্চলে এটিকে পাখি মাছ বলা হয়। খেতে খুব সুস্বাদু এবং এর পুষ্টিগুণ মানবদেহের জন্য অত্যন্ত উপকারী। বিদেশে ভালো চাহিদা থাকায় এ মাছ রপ্তানি হয়ে থাকে।’
কুয়াকাটা উপকূলে সচরাচর না পাওয়া এই বিরল পাখি মাছ ধরা পড়ায় স্থানীয় জেলেদের মাঝে উৎসাহ দেখা গেছে।

পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে জেলে জসিম মোল্লার জালে ধরা পড়েছে ৮০ কেজি ওজনের এক বিশালাকৃতির ফ্লাইং ফিস বা পাখি মাছ, যা স্থানীয়ভাবে ‘গোলপাতা মাছ’ নামেও পরিচিত।
রোববার (১৬ নভেম্বর) সকালে মাছটি কুয়াকাটা মৎস্য মার্কেটে আনা হলে মেসার্স সানজিদা ফিস’-এর মালিক রফিক পাটোয়ারী ৩১২ টাকা কেজি দরে মোট ২৪ হাজার ৯৬০ টাকায় মাছটি কিনে নেন। এসময় মাছটি এক নজর দেখতে ভিড় জমায় স্থানীয় উৎসুক জনতা।
জেলে জসিম মোল্লা জানান, সমুদ্রে জাল ফেললে অন্যান্য মাছের সাথে বিরল এই পাখি মাছটি উঠে আসে। তবে স্থানীয়ভাবে এর চাহিদা কম থাকায় প্রত্যাশিত দাম পাননি তিনি।
মাছটি কিনে নেওয়া ব্যবসায়ী রফিক পাটোয়ারী বলেন, ‘এ সচরাচর খুব একটা পাওয়া যায় না। দেশের বড় রেস্টুরেন্টগুলোতে এর ভালো চাহিদা রয়েছে। একই সঙ্গে বিদেশেও এ মাছ রপ্তানি করা হয়। মাছটি কেটে ককসিট করে ঢাকায় পাঠাব। আশা করি ভালো দাম পাব।’
মৎস্য আড়তদার ও স্থানীয় জেলেদের মতে, মাছটির পিঠে বিশাল পাখনার মতো অংশ থাকায় একে গোলপাতা বা পাখি মাছ বলা হয়। আন্তর্জাতিকভাবে পরিচিত নাম ‘সেইল ফিশ’। এটি মহাসাগরের সবচেয়ে দ্রুতগতির মাছগুলোর একটি, ঘণ্টায় ১১০ থেকে ১৩০ কিলোমিটার গতিতে ছুটতে সক্ষম। শিকার ধরতে গিয়ে রং পরিবর্তনের ক্ষমতাও রয়েছে এর।
কলাপাড়া উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা আমার দেশকে বলেন, ‘পাখি মাছ গভীর সমুদ্রের মাছ। এর বৈজ্ঞানিক নাম সেইল ফিশ (Sail-Fish)। এ অঞ্চলে এটিকে পাখি মাছ বলা হয়। খেতে খুব সুস্বাদু এবং এর পুষ্টিগুণ মানবদেহের জন্য অত্যন্ত উপকারী। বিদেশে ভালো চাহিদা থাকায় এ মাছ রপ্তানি হয়ে থাকে।’
কুয়াকাটা উপকূলে সচরাচর না পাওয়া এই বিরল পাখি মাছ ধরা পড়ায় স্থানীয় জেলেদের মাঝে উৎসাহ দেখা গেছে।

আওয়ামী লীগের ঢাকা লকডাউন কর্মসূচির ঘটনায় থানা পুলিশ বাদি হয়ে গোপালগঞ্জ সদরে দুটি, কোটালীপাড়ায় একটি ও কাশিয়ানীতে একটি সন্ত্রাস-বিরোধী আইনে মোট চারটি মামলা দায়ের করা হয়েছে। ওই চার মামলায় ২০০ জনের নাম উল্লেখ ও ৭১০ জনকে অজ্ঞাত সহ মোট ৯১০ জনকে আসামি করা হয়েছে। এখন পর্যন্ত এসব মামলায় ৬ জনকে গ্রেপ্ত
৯ মিনিট আগে
বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম বলেছেন, সারাদেশের মানুষ ভোট প্রদানের জন্য উৎসুক হয়ে আছে। নির্বাচনি ট্রেন চলতে শুরু করেছে। রোববার বিকেলে বুড়িচর শহীদ আলী আহমেদ মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় মাঠে হাতিয়া উপজেলা
৯ মিনিট আগে
টাঙ্গাইলের মির্জাপুরে মায়ের কুলখানি অনুষ্ঠানে ছেলে হাবিবুর রহমান হবি (৬৫) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
২২ মিনিট আগে
নাটোরে মহাসড়কের ও পৌরসভার প্রধান সড়কের পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু করেছে নাটোর সড়ক বিভাগ। রোববার সকাল সাড়ে ৯টা থেকে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন সড়ক ও জনপদ অধিদপ্তরের উপসচিব পদমর্যাদা নির্বাহী ম্যাজিস্ট্রেট আসফাকুল হক চৌধুরি। তবে উচ্ছেদ অভিযান নিয়ে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া।
২৬ মিনিট আগে