বরিশালে জাপা ও গণঅধিকার পরিষদের সংঘর্ষ
বরিশাল অফিস
বরিশালে গণঅধিকার পরিষদ নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের ও রুহুল আমীন হাওলাদারসহ ২৫০ জনের বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় মামলা করা হয়েছে।
শনিবার রাতে বরিশাল মহানগর গণঅধিকার পরিষদের সিনিয়র সহসভাপতি শফিকুল ইসলাম সাগর বাদী হয়ে এ মামলা দায়ের করেন। মামলায় আসামি করা হয়েছে জিএম কাদের (৬৫), মজিবুল হক চুন্নু (৬০), সাইদুল ইসলাম টেপা (৫৫), রুহুল আমিন হাওলাদার (৬৫), রত্না আমিন (৫৫), হাফিজ উদ্দিন আহম্মেদ, ব্যারিস্টার আমিনুল ইসলাম মাহমুদ ও মহসীন উল ইসলাম হাবুলসহ অজ্ঞাতনামা ২০০ থেকে ২৫০ জনকে।
বাদী মামলার এজাহারে উল্লেখ করেন, শনিবার বিকালে বরিশাল সদরের ফকিরবাড়ী রোডের মুখে আমিসহ কয়েকজন চা পান করছিলাম। এ সময় জাতীয় পার্টির নেতাকর্মীরা জেলা ও মহানগর কার্যালয় থেকে একটি মিছিল বের করে এবং ওই মিছিল থেকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাসহ উপদেষ্টা পরিষদের অন্য সদস্য এবং গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের বিরুদ্ধে কটূক্তিমূলক ও সমালোচনা করে বিভিন্ন স্লোগান দেয়।
এ সময় মামলার বাদী তাদেরকে সরকারবিরোধী স্লোগান না দিতে অনুরোধ করলে জাপা নেতাকর্মী এবং নিষিদ্ধ আওয়ামী লীগ, ছাত্রলীগের সন্ত্রাসীরা লোহার রড, বাঁশ ও ইট নিয়ে তিনিসহ তার সহযোদ্ধাদের ওপর হামলা চালায়।
তাদের হামলায় গণঅধিকার পরিষদ সভাপতি এইচএম শামীম রেজা, সাধারণ সম্পাদক এইচএম হাসান, মহানগর গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন তালুকদার ফয়সাল, যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় নেতা মিরাজুল ইসলাম, সোহাগ ফরাজী, কেএম মাঈনুলসহ আরো ১৫-২০ নেতাকর্মী গুরুতর আহত হন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। আহতরা বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি রয়েছেন। এ ঘটনার প্রতিকার চেয়ে এবং হামলাকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে তিনি বাদী হয়ে এ মামলা করেছেন।
এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার ওসি মিজানুর রহমান বলেন, 'গণঅধিকার পরিষদের পক্ষ থেকে একটি মামলা দায়ের হয়েছে। এ বিষয়ে তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি। আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে' বলেও জানান ওসি।
জাতীয় পার্টির চেয়ারম্যানের বাসভবনে হামলা ও ভাঙচুরের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শনিবার বরিশাল নগরীতে বিক্ষোভ মিছিল বের করে বরিশাল জেলা ও মহানগর জাতীয় পার্টির নেতাকর্মীরা।
বরিশালে গণঅধিকার পরিষদ নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের ও রুহুল আমীন হাওলাদারসহ ২৫০ জনের বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় মামলা করা হয়েছে।
শনিবার রাতে বরিশাল মহানগর গণঅধিকার পরিষদের সিনিয়র সহসভাপতি শফিকুল ইসলাম সাগর বাদী হয়ে এ মামলা দায়ের করেন। মামলায় আসামি করা হয়েছে জিএম কাদের (৬৫), মজিবুল হক চুন্নু (৬০), সাইদুল ইসলাম টেপা (৫৫), রুহুল আমিন হাওলাদার (৬৫), রত্না আমিন (৫৫), হাফিজ উদ্দিন আহম্মেদ, ব্যারিস্টার আমিনুল ইসলাম মাহমুদ ও মহসীন উল ইসলাম হাবুলসহ অজ্ঞাতনামা ২০০ থেকে ২৫০ জনকে।
বাদী মামলার এজাহারে উল্লেখ করেন, শনিবার বিকালে বরিশাল সদরের ফকিরবাড়ী রোডের মুখে আমিসহ কয়েকজন চা পান করছিলাম। এ সময় জাতীয় পার্টির নেতাকর্মীরা জেলা ও মহানগর কার্যালয় থেকে একটি মিছিল বের করে এবং ওই মিছিল থেকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাসহ উপদেষ্টা পরিষদের অন্য সদস্য এবং গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের বিরুদ্ধে কটূক্তিমূলক ও সমালোচনা করে বিভিন্ন স্লোগান দেয়।
এ সময় মামলার বাদী তাদেরকে সরকারবিরোধী স্লোগান না দিতে অনুরোধ করলে জাপা নেতাকর্মী এবং নিষিদ্ধ আওয়ামী লীগ, ছাত্রলীগের সন্ত্রাসীরা লোহার রড, বাঁশ ও ইট নিয়ে তিনিসহ তার সহযোদ্ধাদের ওপর হামলা চালায়।
তাদের হামলায় গণঅধিকার পরিষদ সভাপতি এইচএম শামীম রেজা, সাধারণ সম্পাদক এইচএম হাসান, মহানগর গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন তালুকদার ফয়সাল, যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় নেতা মিরাজুল ইসলাম, সোহাগ ফরাজী, কেএম মাঈনুলসহ আরো ১৫-২০ নেতাকর্মী গুরুতর আহত হন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। আহতরা বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি রয়েছেন। এ ঘটনার প্রতিকার চেয়ে এবং হামলাকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে তিনি বাদী হয়ে এ মামলা করেছেন।
এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার ওসি মিজানুর রহমান বলেন, 'গণঅধিকার পরিষদের পক্ষ থেকে একটি মামলা দায়ের হয়েছে। এ বিষয়ে তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি। আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে' বলেও জানান ওসি।
জাতীয় পার্টির চেয়ারম্যানের বাসভবনে হামলা ও ভাঙচুরের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শনিবার বরিশাল নগরীতে বিক্ষোভ মিছিল বের করে বরিশাল জেলা ও মহানগর জাতীয় পার্টির নেতাকর্মীরা।
মঙ্গলবার (২১অক্টোবর) জিয়া সাইবার ফোর্সের কেন্দ্রীয় কমিটির সভাপতি কে,এম হারুন অর রশিদ ও সাধারন সম্পাদক মিয়া মোহাম্মদ রাজিবুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে সভাপতি- সাধারন সম্পাদকসহ ৫৩ সদস্য বিশিষ্ট নির্বাহি কমিটি ঘোষনা দেন। ওই কিমিটির নির্বাহি সদস্য হিসেবে নূর আলমের নাম রয়েছে।
১ ঘণ্টা আগেনিখোঁজ মুফতি মুহিবুল্লাহর ছেলে আব্দুল্লাহ জানান, তিনি জুমার নামাজে হিন্দু সম্প্রদায়ের সংগঠন ইসকন নিয়ে বয়ান করে ছিলেন। এরপর থেকে তাকে হুমকি দিয়ে বেশ কয়েকটি উড়ো চিঠি দেয়া হয়। এরপর থেকে তিনি বিষয়টি নিয়ে মসজিদ কমিটির সাথে কথা বলেন। একপর্যায়ে বুধবার সকাল থেকে তিনি নিখোঁজ হন।
২ ঘণ্টা আগেগাইবান্ধার সাঘাটা উপজেলার ভরতখালীতে নদী শাসন ও ভাঙনরোধ প্রকল্পের কাজে বাধার প্রতিবাদে মানববন্ধন করেছে গ্রামবাসী। বুধবার বিকেলে যমুনা নদীর তীর সংলগ্ন এলাকায় স্থানীয় নদীপাড়ের মানুষ এ মানববন্ধন করে।
২ ঘণ্টা আগেস্থানীয়রা জানান, আলমাস উপজেলার ৩ নম্বর চারিকাটা ইউনিয়নের নয়াখেল পূর্ব গ্রামের শরীফ উদ্দিনের ছেলে। জকিগঞ্জ ব্যাটালিয়নের (১৯ বিজিবি) সুইরঘাট বিওপির চার বিজিবি সদস্য দুটি মোটরসাইকেলযোগে চোরাইপণ্যবাহী একটি পিকআপকে ধাওয়া করেন। এ সময় বিজিবির ছোড়া গুলিতে আলমাস গুলিবিদ্ধ হন।
৩ ঘণ্টা আগে