বরিশালে জাপা ও গণঅধিকার পরিষদের সংঘর্ষ

জিএম কাদেরসহ ২৫০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

বরিশাল অফিস
প্রকাশ : ০১ জুন ২০২৫, ২০: ৩৫

বরিশালে গণঅধিকার পরিষদ নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের ও রুহুল আমীন হাওলাদারসহ ২৫০ জনের বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় মামলা করা হয়েছে।

শনিবার রাতে বরিশাল মহানগর গণঅধিকার পরিষদের সিনিয়র সহসভাপতি শফিকুল ইসলাম সাগর বাদী হয়ে এ মামলা দায়ের করেন। মামলায় আসামি করা হয়েছে জিএম কাদের (৬৫), মজিবুল হক চুন্নু (৬০), সাইদুল ইসলাম টেপা (৫৫), রুহুল আমিন হাওলাদার (৬৫), রত্না আমিন (৫৫), হাফিজ উদ্দিন আহম্মেদ, ব্যারিস্টার আমিনুল ইসলাম মাহমুদ ও মহসীন উল ইসলাম হাবুলসহ অজ্ঞাতনামা ২০০ থেকে ২৫০ জনকে।

বিজ্ঞাপন

বাদী মামলার এজাহারে উল্লেখ করেন, শনিবার বিকালে বরিশাল সদরের ফকিরবাড়ী রোডের মুখে আমিসহ কয়েকজন চা পান করছিলাম। এ সময় জাতীয় পার্টির নেতাকর্মীরা জেলা ও মহানগর কার্যালয় থেকে একটি মিছিল বের করে এবং ওই মিছিল থেকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাসহ উপদেষ্টা পরিষদের অন্য সদস্য এবং গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের বিরুদ্ধে কটূক্তিমূলক ও সমালোচনা করে বিভিন্ন স্লোগান দেয়।

এ সময় মামলার বাদী তাদেরকে সরকারবিরোধী স্লোগান না দিতে অনুরোধ করলে জাপা নেতাকর্মী এবং নিষিদ্ধ আওয়ামী লীগ, ছাত্রলীগের সন্ত্রাসীরা লোহার রড, বাঁশ ও ইট নিয়ে তিনিসহ তার সহযোদ্ধাদের ওপর হামলা চালায়।

তাদের হামলায় গণঅধিকার পরিষদ সভাপতি এইচএম শামীম রেজা, সাধারণ সম্পাদক এইচএম হাসান, মহানগর গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন তালুকদার ফয়সাল, যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় নেতা মিরাজুল ইসলাম, সোহাগ ফরাজী, কেএম মাঈনুলসহ আরো ১৫-২০ নেতাকর্মী গুরুতর আহত হন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। আহতরা বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি রয়েছেন। এ ঘটনার প্রতিকার চেয়ে এবং হামলাকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে তিনি বাদী হয়ে এ মামলা করেছেন।

এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার ওসি মিজানুর রহমান বলেন, 'গণঅধিকার পরিষদের পক্ষ থেকে একটি মামলা দায়ের হয়েছে। এ বিষয়ে তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি। আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে' বলেও জানান ওসি।

জাতীয় পার্টির চেয়ারম্যানের বাসভবনে হামলা ও ভাঙচুরের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শনিবার বরিশাল নগরীতে বিক্ষোভ মিছিল বের করে বরিশাল জেলা ও মহানগর জাতীয় পার্টির নেতাকর্মীরা।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত