আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ব্রিজের রেলিং ভেঙ্গে খালের মধ্যে বাস, আহত ২৫

বরিশাল অফিস

ব্রিজের রেলিং ভেঙ্গে খালের মধ্যে বাস, আহত ২৫
বাস দুর্ঘটনা

বরিশালে বেপরোয়াগতির একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের রেলিং ভেঙ্গে খালে উল্টে পড়ে কমপক্ষে ২৫ যাত্রী আহত হয়েছে। আহতদের উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়।

মঙ্গলবার (৮ জুলাই) সকালে গৌরনদী ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. বিপুল হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

বিজ্ঞাপন

তিনি জানান, সোমবার রাত সাড়ে তিনটার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের গেরৗনদী উপজেলার কাসেমাবাদ লালপুল নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঢাকা থেকে ছেড়ে আসা বরগুনাগামী মামুন স্পেশাল নামের একটি বাস মহাসড়কের কাসেমাবাদ লালপুলের রেলিং ভেঙ্গে খালের মধ্যে উল্টে পড়ে।

স্থানীয়দের কাছে খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনা কবলিত পরিবহনের নারী, পুরুষ ও শিশুসহ আহত ২৫ যাত্রীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে এ দুর্ঘটনার কেউ প্রাণ হারাননি।

গেরৗনদী হাইওয়ে থানার ওসি মো. আমিনুর রহমান জানিয়েছেন, দুর্ঘটনার পর চালক ও হেলপার পালিয়ে গেছে। খাল থেকে দুর্ঘটনাকবলিত পরিবহনটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন